আহমাদ দীদাত রচনাবলী


আহমাদ দীদাত ১৯১৮ সালের ১ জুলাই ভারতের সুরাত নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার জন্মের পরপরই তার বাবা দক্ষিণ আফ্রিকায় চলে যান যিনি পেশায় ছিলেন একজন দর্জি। ১৯২৭ সালে আহমাদ দীদাত পিতার কর্মস্থলে চলে যান। এ পর্যন্ত তার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলোনা। আফ্রিকায় তিনি কঠোর অধ্যবসায়ের সাথে পড়াশুনা শুরু করেন । ১৯৩৬ সালের দিকে একটা দোকানে চাকুরী করা-কালীন খৃষ্টান মিশনারীদের ইসলাম বিদ্বেষী বক্তব্য তাকে উদ্বুদ্ধ করে প্রতিবাদ করার জন্য। তিনি ইসলাম ও অন্যান্য ধর্ম সম্পর্কে পড়াশুনা শরু করেন। এরপর থেকে শুরু হয় এই মহান ইসলাম প্রচারকের নতুন জীবন। অসংখ্য ডিবেটে তিনি অংশগ্রহন করে ইসলামের শ্রেষ্ঠত্ব এবং খোদায়ী বিধান হিসেবে ইসলামের সত্যতা প্রমান করতে থাকেন। আহমাদ দীদাত ১৯৮৬ সালে মর্যাদাপূর্ন কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারে ভুষিত হন ।

তার লেখা বইগুলোর মধ্যে উল্ল্যেখযোগ্য হলো :

- দ্য চয়েস বিটউইন ইসলাম এন্ড কৃষ্টানিটি (২ খন্ড)
- ইজ দ্য বাইবেল গড'স ওয়ার্ড?
- আল কুরআন: দ্য মিরাকল অব মিরাকলস
- হোয়াট দ্য বাইবেল সেইস এবাউট মুহাম্মাদ (সা:)
- আরব এবং ইসরায়েল: সংঘাত না সমঝোতা
- Crucifixion or Cruci-Fiction?

১৯৯৬ সালে তিনি গুরুতর স্ট্রোকে আক্রান্ত হন । দীর্ঘ ৯ বছর রোগশয্যায় থেকে ৮ আগষ্ট ২০০৫ সালে প্রভুর দরবারে চলে যান এই মহান ইসলাম প্রচারক।









(ডাউনলোড)









আহমাদ দীদাত রচনাবলী
(Foxit পিডিএফ রিডার)






পেজ-ভিউ

2 comments:

নামহীন বলেছেন...

Please add crused series in this site.

Abad বলেছেন...

a very good initiative.. We should focus more on online movement rather than focusing on traditional strategy. rally, seminar, symposium, mahfil etc have become old strategy to preach Islam and islamic ideology among the educated people..

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম