উইকিলিকস ► প্রথম আলো মার্কিনপন্থী নিউএজ বিরোধী

উইকিলিকসের তথ্য : প্রথম আলো মার্কিনপন্থী নিউএজ বিরোধী

দৈনিক প্রথম আলো মার্কিনপন্থী পত্রিকা। আর নিউএজ মার্কিনবিরোধী। উইকি-লিকস’-এর ফাঁস করা ঢাকার মার্কিন দূতাবাসের তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে।

‘প্রেসিডেন্ট ওবামার নোবেল প্রাপ্তিতে অভিনন্দন বাংলাদেশী মিডিয়ার’ শিরোনামে পাঠানো ওই তারবার্তাটি ওয়াশিংটনে পাঠানো হয় ২০০৯ সালের ১৪ অক্টোবর। বার্তাটি পাঠান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন। ওই তারবার্তায় প্রেসিডেন্ট ওবামার নোবেল বিজয়ের খবরটি কীভাবে কোন পত্রিকা কভার করেছে তা তুলে ধরা হয়। একই সঙ্গে পত্রিকাগুলো কোনটি কোনপন্থী সে বিষয়ে মন্তব্য করা হয়।
তারবার্তায় সালমান এফ রহমানের ইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্টকে আমেরিকাপন্থী হিসেবে উল্লেখ করা হয়। দৈনিক ইনকিলাবকে বলা হয় ভারতের পশ্চিমবঙ্গবিরোধী। তবে ওই সময় ইনকিলাব ভারতবিরোধী হলেও বর্তমানে ভারতপন্থি বলে পরিচিত। পত্রিকাটি বর্তমানে আওয়ামী লীগ সরকারের সমর্থক।
তারবার্তা থেকে জানা যায়, ইত্তেফাক মার্কিনপন্থি পত্রিকা। অবশ্য পত্রিকাটির এই পরিচিতি বাংলাদেশের মানুষ আগে থেকে জানতো। নিকোলাস ডিন ইংরেজি দৈনিক নিউ নেশনকে বিএনপিপন্থি হিসেবে উল্লেখ করেছেন। আর নয়া দিগন্তের পরিচয় দিয়েছেন বিএনপি-জামায়াতপন্থি হিসেবে।
সমকালকে আওয়ামী ও পশ্চিমাপন্থি হিসেবে ওই তারবার্তায় উল্লেখ করা হয়েছে। জনকণ্ঠের ব্যাপারে একই ধরনের মন্তব্য করা হয়।
বিএনপিপন্থি হিসেবে পরিচয় দেয়া হয়েছে দৈনিক আমার দেশকে। যায়যায়দিনকে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারপন্থি। পত্রিকাটির বর্তমান মালিক আওয়ামী লীগের এমপি সাবের হোসেন চৌধুরী ভাই সাঈদ চৌধুরী। তারবার্তায় সবশেষে ইংরেজি দৈনিক নিউএজ সম্পর্কে মন্তব্য করে বলা হয়, পত্রিকাটি মার্কিনবিরোধী।

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম