নারদ! নারদ!
(আর) সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে ?
(আর) তোদের পোষা বেড়ালগুলো শুন্ছি নাকি বেজায় হুলো ?
(আর) এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখেনা দাড়ি ?
ক্যান্ রে ব্যাটা ইসটুপিড ? ঠেঙিয়ে তোরে করব ঢিট্ !"
"চোপরাও তুম্ স্পিকটি নট্ মারব রেগে পটাপট্-
ফের যদি ট্যারাবি চোখ, কিম্বা আবার করবি রোখ,
কিম্বা যদি অমনি ক'রে মিথ্যেমিথ্যি চ্যাঁচাস্ জোরে-
আই ডোন্ট কেয়ার কানাকড়ি- জানিস আমি স্যান্ডো করি ?"
"ফের লাফাচ্ছিস্ ! অলরাইট্ কামেন্ ফাইট্ ! কামেন্ ফাইট্ !"
"ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি, টেরটা পাবে আজ এখনি !
আজকে যদি থাকত মামা পিটিয়ে তোমায় কর্ত ধামা ।"
"আরে ! আরে ! মারবি নাকি ? দাঁড়া একটা পুলিশ ডাকি !"
"হাঁহাঁহাঁহাঁ ! রাগ করো না, করতে চাও কি তাই বল না !"
"হাঁ হাঁ তাতো সত্যি বটেই আমি তো আর চটিনি মোটেই !
মিথ্যে কেন লড়তে যাবি ? ভেরি-ভেরি সরি, মশলা খাবি ?"
"শেকহ্যান্ড' আর 'দাদা' বল সব শোধ বোধ ঘরে চল ।"
"ডোন্ট পরোয়া অল্ রাইট্ হাউ ডুয়ুডু গুড্ নাইট্ ।"
ফস্কে গেল
ভোজের বাজি ভেল্কি ফাঁকি পড়্ পড়্ পড়্ পড়্বি পাখি- ধপ্ !
লাফ দিয়ে তাই তালটি ঠুকে তাক ক'রে যাই তীর ধনুকে,
ছাড়্ব সটান উর্ধ্বমুখে হুশ্ ক'রে তোর লাগবে বুকে- খপ্ !
গুড়্ গুড়্ গুড়্ গুড়িয়ে হামা খাপ্ পেতেছেন গোষ্ঠো মামা
এগিয়ে আছেন বাগিয়ে ধামা এইবার বাণ চিড়িয়া নামা- চট্ !
এই যা ! গেল ফস্কে ফেঁসে- হেঁই মামা তুই ক্ষেপলি শেষে ?
ঘ্যাঁচ্ ক'রে তোর পাঁজর ঘেঁষে লাগ্ল কি বাণ ছট্কে এসে- ফট্ ?
আহ্লাদী
হাসছি মোরা হাসছি দেখ, হাসছি মোরা আহ্লাদী,
তিনজনেতে জট্লা ক'রে ফোক্লা হাসির পাল্লা দি ।
হাসতে হাসতে আসছে দাদা, হাসছি আমি, হাসছে ভাই,
হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি হাসছি তাই ।
ভাবছি মনে, হাসছি কেন ? থাকব হাসি ত্যাগ ক'রে,
ভাবতে গিয়ে ফিকফিকিয়ে ফেল্ছি হাসি ফ্যাক্ ক'রে ।
পাচ্ছে হাসি চাপতে গিয়ে, পাচ্ছে হাসি চোখ বুজে,
পাচ্ছে হাসি চিম্টি কেটে নাকের ভিতর নোখ্ গুঁজে ।
হাসছি দেখে চাঁদের কলা জোলার মাকু জেলের দাঁড়
নৌকা ফানুস পিঁপড়ে মানুষ রেলের গাড়ী তেলের ভাঁড় ।
পড়তে গিয়ে ফেলছি হেসে 'ক খ গ' আর শ্লেট দেখে-
উঠ্ছে হাসি ভস্ভসিয়ে সোডার মতন পেট থেকে ।
0 comments: