ও বাবা!
পড়তে বসে মুখের কাছে কাগজখানি থুয়ে
রমেশ ভায়া ঘুমোয় পড়ে আরাম ক'রে শুয়ে ।
শুনছ নাকি ঘডর ঘড়র নাক ডাকার ধূম ?
সখ যে বড় বেজায় দেখি- দিনের বেলায় ঘুম !
বাতাস পোরা এই যে থলি দেখ্ছ আমার হাতে,
দুড়ম করে পিট্লে পরে শব্দ হবে তাতে ।
রমেশ ভায়া আঁৎকে উঠে পড়্বে কুপোকাৎ
লাগাও তবে- ধূমধারাক্কা ! ক্যাবাৎ ! ক্যাবাৎ !
ও বাবারে ! এ কেরে ভাই ! মারবে নাকি চাঁটি ?
আমি ভাবছি রমেশ বুঝি ! সব করেছে মাটি !
আবার দেখ চোখ পাকিয়ে আস্ছে আমায় তেড়ে-
আর কেন ভাই ? দৌড়ে পালাই, প্রাণের আশা ছেড়ে !
বিচার
ইঁদুর দেখে মাম্দো কুকুর বল্লে তেড়ে হেঁকে-"বল্ব কি আর, বড়ই খুশি হলেম তোরে দেখে ।
আজকে আমার কাজ কিছু নেই, সময় আছে মেলা,
আয় না খেলি দুইজনেতে মোকদ্দমা খেলা ।
তুই হবি চোর, তোর নামেতে করব নালিশ রুজু"-
"জজ্ কে হবে ?" বল্লে ইঁদুর, বিষম ভয়ে জুজু,
"কোথায় উকিল, প্যায়দা পুলিশ, বিচার কিসে হবে ?"
মাম্দো বলে, "তাও জানিস্নে ? শোন বলে দেই তবে ।
আমিই হব উকিল হাকিম, আমিই হব জুরি,
কান ধ'রে তোর বল্ব, "ব্যাটা, ফের করেছিস্ চুরি ?"
সটান দেব ফাঁসির হুকুম অম্নি একেবারে-
বুঝ্বি তখন চোর বাছাধন বিচার বলে কারে ।"
আবোল তাবোল আয়রে ভোলা খেয়াল-খোলা স্বপনদোলা নাচিয়ে আয় আয়রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর। আয়রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন্ সুদূর। আয় খ্যাপা-মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাধিন্ ধিন্, আয় বেয়াড়া সৃষ্টিছাড়া নিয়মহারা হিসাবহীন। আজ্গুবি চাল্ বেঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে- আয়রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। |
0 comments: