বিয়ের পাত্রী


কোরআনে উল্লেখিত 'মাওদ্দাহ' এবং 'রাহমাহ'পূর্ণ একটা পারিবারিক অবস্থা দীর্ঘমেয়াদে বজায় রাখতে একেবারে মৌলিক জিনিস হল পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকা। 'কম আকর্ষনীয়' হওয়ার কারনে পাত্রের যদি পাত্রীর প্রতি শ্রদ্ধাবোধ কমে যাবার আশংকা থাকে তাহলে চিন্তার অবকাশ আছে। চিন্তার অবকাশ মানে রিজেক্ট করার স্বাধীনতা নয়, প্রস্তাব ফিরিয়ে দেয়ার একমাত্র মাপকাঠি দ্বীনদারী বা তাক্বওয়ার ফিল্টার, যা হাদীসে পরিস্কারভাবে বলে দেয়া আছে। প্রায়োরিটি লিস্টে দ্বীনদারীকে এক নাম্বার থেকে দুই বা তিন নাম্বারে নিয়ে যাওয়ার মানে হচ্ছে ইবাদতকে ইবাদতের জায়গা থেকে সরিয়ে সামাজিকতার পর্যায়ে নিয়ে গিয়ে নিজের মত করে
পালন করা।

যদি মনে হয় পাত্রীর অন্যান্য ভালো গুণাবলী (যেমন মেধা) 'কম আকর্ষনীয়' হবার বিষয়কে ঢেকে দিতে সক্ষম, যেটা শ্রদ্ধাবোধকে কমাবে না, তাহলে আপাত দৃষ্টিতে খুবএকটা চ্যালেঞ্জ থাকেনা। এটা হলো 'কম আকর্ষনীয়' হবার মানসিক অস্থিরতার দিক। কিন্তু মূল অস্থিরতার দিকটা হলো শারীরিক।

এই ক্ষেত্রে আমার হায়পোথিসিস হলো- শারীরিক চাহিদায় যদি দুইজনের অন্তত একজন হাইপার আরেকজন এভারেজ হয় তাহলেও তেমন বড় কোন চ্যলেঞ্জ আছে বলে মনে হয়না। যদি দুজনেই শারীরিক সম্পর্কে কম আগ্রহী হন, তাহলে কিছুটা কনফিউশন থাকে। যেটা সরাসরি দূর করা সম্ভব নয়। শারীরিক বিষয়টা পুরোপুরি শারীরিক নয়, কিছুটা সাইকোলজিক্যালও বটে, তাই এসব বিষয়ে প্রয়োজন ফিল করলে সেক্সোলজিস্ট কারো সাথে কথা বলাও যেতে পারে।

দ্বীনদারীর বিষয়ে সন্তুষ্ট থাকলে আমার নিজস্ব ননজেনেরিক এলগরিদমের সারসংক্ষেপ হল:

১. আল্লাহ ভরসা করে কবুল বলে ফেলা, মানে ফিউচার চ্যলেঞ্জকে মোকাবেলার দায়দায়িত্ব শুরু থেকেই আল্লাহর উপর ছেড়ে দেয়া.... বিয়ের ইস্যুটা কিভাবে ডিল করবেন তার ডিসিশন আপনার হাতে, বাট হাদীসে যে বরকতের কথা বলা হয়েছে তা আল্লাহর হাতে...
২. ইস্তিখারা করে ওয়েট করা
৩. দ্বীনদারীর মাপকাঠিতে বেটার অপশন হাতে থাকলে তা বিবেচনা করা যায়। তবে আমি ব্যক্তিগতভাবে যদ্দুর বুঝেছি, তাক্বওয়া ব্যতিরেকে অন্য কোন পয়েন্টকে প্রাধান্য দিয়ে বিয়ের প্রস্তাবে না করার সরাসরি অপশন হাদীসে দেয়া হয়নি। শুধুমাত্র দ্বীনদারী ঠিক রেখে বেটার অপশন হাতে থাকলেই প্রস্তাব ফিরিয়ে দেয়া যেতে পারে। বিয়ের ক্ষেত্রে সামাজিক অস্থিরতার মূল কারনটা হাদীসে বলাই আছে, তাক্বওয়ার মাপকাঠিতে সন্তষ্ট থাকার পরও বাছাই পর্ব দীর্ঘ থেকে দীর্ঘতর করা।

- Asm Chowdhury

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম