কুরআনে বর্ণিত ২৫ জন নবীর জীবনী

কুরআনে বর্ণিত পঁচিশজন নবী হলেন

→ ০১ : হযরত আদম আ:
→ ০২ : হযরত নূহ আ:
→ ০৩ : হযরত ইদরীস আ:
→ ০৪ : হযরত হূদ আ:
→ ০৫ : হযরত ছালেহ আ:
→ ০৬ : হযরত ইবরাহীম আ:
→ ০৭ : হযরত লূত আ:
→ ০৮ : হযরত ইসমাঈল আ:
→ ০৯ : হযরত ইসহাক আ:
→ ১০ : হযরত ইয়াকূব আ:
→ ১১ : হযরত ইউসুফ আ:
→ ১২ : হযরত আইয়ূব আ:
→ ১৩ : হযরত শু‘আয়েব আ:
→ ১৪ : হযরত মূসা আ:
→ ১৫ : হযরত হারূণ আ:
→ ১৬ : হযরত ইউনুস আ:
→ ১৭ : হযরত দাঊদ আ:
→ ১৮ : হযরত সুলায়মান আ:
→ ১৯ : হযরত ইলিয়াস আ:
→ ২০ : হযরত আল-ইয়াসা‘ আ:
→ ২১ : হযরত যুল-কিফ'ল আ:
→ ২২ : হযরত যাকারিয়া আ:
→ ২৩ : হযরত ইয়াহ্ইয়া আ:
→ ২৪ : হযরত ঈসা আ:
→ ২৫ : হযরত মুহাম্মাদ (সা:)




সকল পোষ্ট ►

ডাউনলোড


সাড়ে ৪ হাজার বছর আগের উদ্ধারকৃত শিলালিপিতে নবীদের নাম !! একটি জ্বলন্ত নিদর্শন ! প্রায় ২৫০০ খ্রীঃ পূর্বাব্দে লিখিত ইবলা শিলা-লিপি সমূহ ধর্মের গুরুত্বপূর্ণ ইতিহাসকে তুলে ধরছে । এই শিলা-লিপি সমূহের - যা ১৯৭৫ সালে আবিস্কার করা হয়েছে, তার সব থেকে থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হলো এই যে, এর মধ্যে নবীদের নাম রয়েছে যা পবিত্র ধর্মগ্রন্হসমূহে রয়েছে ।

In 1964 Italian archaeologists directed by Paolo Matthiae of the University of Rome excavated a mound in northern Syria known as Tell Mardikh. In 1968, Matthiae and his team uncovered ancient Akkadian inscriptions of King Ibbit-Lim. In this text the king identified himself as the ruler of Ebla. During excavations in 1974 and 1975, public and royal archives containing over 15,000 clay tablets came to light.

হাজার বছর আগের এই শিলা-লিপি সমূহে কুরআন এবং বাইবেলে বর্ণিত অনেক ভৈাগলিক এলাকার নাম রয়েছে এবং বিশেষ করে ইরাম শহরের নাম উল্লেখ আছে , যা একমাত্র কুরআনে এ শহরের নাম দেয়া আছে, বাইবেলে নাই । কুরআনের ৮৯ নং সূরার ৭-৮ নং আয়াতে এর উল্লেখ আছে ।

" ইরামের প্রতি যাদের ছিল উচু গঠন, যাদের ক্ষেত্রে ওগুলোর সমতুল্য অন্য কোন শহর তৈরী হয়নি "

২.
প্রায় ২৫০০ খ্রীঃ পূর্ব অব্দে ইবলা ছিলো একটা রাজ্য যা সিরিয়ার দামেস্ক এবং তুরস্কের দক্ষিণ-পূর্ব এলাকা নিয়ে গঠিত ছিল। এ রাজ্য অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে শীর্ষে অবস্হান করছিলো কিন্তু পরে অন্যান্য বড় বড় প্রাচীন সভ্যতার মতো হঠাৎ ইতিহাসের পাতা থেকে মুছে যায় । শিলা লিপি সমূহ থেকে প্রাপ্ত তথ্য মতে ইহা তখনকার সময়ে ছিল অন্যতম প্রধান সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র । ইবলা সভ্যতার লোকেরা তথ্য সমূহ সংরক্ষণ করে রাখত , লাইব্রেরী তৈরী করেছিলো এবং বাণিজ্যিক চুক্তিসমূহ লিখিত আকারে রাখতো । তাদের নিজস্ব ভাষাও ছিলো--ইবলেইত ।

৩.

ইবলা শিলা-লিপি সমূহের গুরুত্ব হলো যা প্রত্নতত্ত্ববিদ্যার সত্যিকারের বিরাট সফলতা তা হলো ১৫,০০০ এর মতো লিখিত শিলা-লিপির উদ্ধার । এই প্রাপ্তি ছিলো গত চার বছরে খোড়াখুড়ির মাধ্যমে যা পাওয়া গেছে তার চার গুন ।

যখন এই শিলা লিপিতে কি লেখা আছে তা উদ্ধার করা হলো ইটালিয়ান
ডিসিফার বা পাঠোদ্বারকারী জিওভানি পেটিনাটো (Giovanni Pettinato) , যিনি রোম বিশ্ববিদ্যালয়ের epigrapher , তখন এর এতিহাসিক মূল্য বের হল । ফলে এটা শুধুমাত্র প্রত্নতত্ত্ববিদদের আগ্রহের কারণই হলো না বরং ধর্মীয়বেত্তাদের আগ্রহেরও কেন্দ্রবিন্দুতে পরিণত হলো । যেসব নবীদের নাম সেখানে পাওয়া গেল তার মধ্যে উল্লেখযোগ্য হলো- আব্রাহামো (ইব্রাহীম -আঃ), ডেউডাম (দাউদ-আঃ), তালুত যার সম্পর্কে আমার এই পোষ্টে উল্লেখ ছিলো এবং ঈস-মা-ঈল (ঈসমাঈল -আঃ) এর নাম সমূহ ।

৪.
এই শিলা -লিপিতে এই নাম সমূহ হলো প্রথম ঐতিহাসিক দলিল যেখানে নবীদের নাম পাওয়া গেছে । যা তোরাত বা ইহুদীদের ধর্মগ্রন্হের ১৫০০ বছর আগের তথ্য - যা মূসা (আঃ) এর উপর নাযিল হয়েছিলো । এ ছাড়াও আছে কুরআনে বর্ণিত আদ ও ছামুদ জাতি (৬৯ঃ৪-৭) সমূহের শহরের কথা যা বাইবেলে বলা হয়েছে Sodom এবং Gomorrah নামে।
যা আল্লাহ ধ্বংস করে দেন ভয়াবহ নৈতিক অবক্ষয়ের কারণে যা এখন লুত সাগর বা 'ডেড সী ' নামে খ্যাত ।

৫.
The Ebla Tablets destroy the critical belief in the evolution of monotheism from supposed earlier polytheism and henotheism. The evolution of religion hypothesis has been popular from the times of Charles Darwin (1809-1882) and Julius Wellhausen (1844-1918). Now monotheism is known to be earlier. Also, the Ebla evidence supports the view that the earliest chapters in Genesis are history, not mythology.

সবশেষে কুরআনের ভাষায় বলতে হয়

" আর যখন তাদের বলা হয় "তোমদের প্রভু কি বিষয় বস্তু অবতীর্ণ করেছেন ?" তারা বলে "সেকেলে গাল গল্প" । ফলে কিয়ামতের দিনে তারা নিজেদের বোঝা পুরোমাত্রায় বহন করবে , আর তাদেরও বোঝার কতকটা , যাদের তারা পথভ্রষ্ট করেছে কোন জ্ঞান না থাকা সত্ত্বেও । তারা যা বহন করে তা কি নিকৃষ্ট নয় ? "

1 comments:

নামহীন বলেছেন...

onno nobider jiboni gulo kokhon pabo?

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম