তাওহীদের ত্বত্ত্বকথা

শুরু কথা

তাওহীদ দ্বীন-ইসলাম মর্মবানী। ইসলামে বিশ্বাসী মানুষ মাত্রেরই মানস-লোকে তাহা ঝংকৃত হইয়া ওঠা একান্তই বাঞ্চনীয়। কিন্তু আমার পক্ষে আজ একথা অস্বীকার করিতে লজ্জা নাই যে, এতদ্দেশে প্রচলিত দ্বীনি মাদ্রাসার উচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষালাভ এবং পাঠ্যপুস্তক হিসাবে তাফসীর ও হাদীসের বিশুদ্ধতম গ্রন্থাবলী পাঠ করিয়াও তাওহীদের সঠিক ধারণা অন্তনির্হিত ভাবধারার সহিত বিন্দুমাত্রও পরিচিত হইতে পারি নাই। ইহার সহিত আমার সত্যিকার ভাবে প্রথম পরিচয় ঘটে ইসলামী আন্দোলনের দাওয়াতী পুস্তকাদীর সহিত পরিচিত হওয়ার মাধ্যমে। সে আজ হইতে দীর্ঘ বাইশ বছর পূর্বের কথা। যেদিন সেই সব পুস্তক গভীর মনোযোগ সহকারে পাঠ করিয়াছিলাম সেদিন তাওহীদের মর্ম বুঝিতে পারিয়াছিলাম, শুধু তাহাই নয়, ইহা মর্মে মর্মে উপলদ্ধি করাও আমার পক্ষে সম্ভব হইয়াছিল।
সেদিন এই উপলদ্ধি আমার বড় বড় কিতাব পড়া মগজে এক প্রচন্ড আলোড়নের সৃষ্টি করিয়াছিল, খুলিয়া গিয়াছিল আকিদা বিশ্বাসের রূদ্ধ কপাট। কুরআন হাদীস ও পড়িয়া-আসা জ্ঞানতত্ত্ব ও তথ্য এই উপলদ্ধির বিদ্যুৎস্পর্শে ঝলমল করিয়া উঠিয়াছিল। তখন আল্লাহ তাআলার এ তাওহীদী দ্বীনের প্রতি নতুন করিয়া ঈমান আনিতে পারিয়াছিলাম। সেদিন স্পষ্ট মনে হইয়াছিল, অবিশ্বাস অজ্ঞানতা ও দ্বিধা-দ্বন্দ্বের পুঞ্জীভূত অন্ধকার নিমেষে বিলীন হইয়াছে, তাহার নিকট স্পষ্ট হইয়া উঠিয়াছে সৃষ্টিলোক ও মানবজীবনের সন্ধান লাভ করিতে পারিয়াছে, তাহার নিকট স্পষ্ট হইয়া উঠিয়াছে সৃষ্টিলোক ও মানবজীবনের গভীরতম অর্থ এবং তাৎপর্য।

সেদিন এ তাওহীদী দ্বীনকে নতুন করিয়া শুধু গ্রহণ-ই করা হয় নাই; জীবনে সমাজে, রাষ্ট্রে এবং বিশ্ব-সমাজে পূর্ণাঙ্গভাবে উহাকে প্রতিষ্ঠিত করার কঠিনতম সাধনা ও সংগ্রামে ঝাঁপাইয়া পড়িতেও এক বিন্দু কুন্ঠা জাগ্রত হয় নাই। জন্ম ও জীবন ধন্য হওয়ার মত অনুরূপ কোন ঘটনা আমার জীবনে আর একটিও ঘটে নাই।

চিন্তা বিশ্বাসের সেই বাঁধ-ভাঙ্গা বন্যা-প্ল্রাবন সেদিন আমার মানসলোকে যেমন খরস্রোতের সৃষ্টি করিয়াছিল, লেখনীর ভোঁতা তলোয়ারকেও করিয়া তুলিয়াছিল তীক্ষ্ণ শাণিত। বাক শক্তির অক্ষমতাও সেদিন আর্তনাদ করিয়া উঠিয়াছিল ব্যাকুল কন্ঠে।

আজ হইতে দীর্ঘ ঊনিশ-বিশ বৎসর পূর্বে তাওহীদের যে উপলদ্ধি আমি গত করিয়াছিলাম, তাহা যেমন মুখের শব্দের ধ্বনিতে প্রতিধ্বনিত হইয়া উঠিয়াছিল তেমনি ভাষার পরিচ্ছেদ ভূষিত হইয়া তাহা উপস্থিত হইয়াছিল অনেক দৃষ্টিমানের সম্মুখে।
তাওহীদ উপলদ্ধির সে নির্ঝর স্তদ্ধ হইয়া যায় নাই, বহু চড়াই উতরাই অতিক্রম করিয়া তাহা দুরন্ত গতিতে ছুটিয়াছিল সাগর সংগ্রামে, নির্গত হইয়াছিল বহু শাখা প্রশাখা।

সেইদিনের উপলদ্ধি ভাষার যে রূপ লাভ করিয়াছিল, আজ তাহাই গ্রন্থাকারে পেশ করিলাম বৃহত্তর জন সমাজের সম্মুখে। পেশ করিলাম এই আশা বুকে বাঁধিয়া যে, হয়ত ইহা আমার মত আরো অনেকের হৃদয়ের বদ্ধ কটাট খুলিয়া দিবে; চিন্তা-বিশ্বাস, নীতি-আদর্শ এবং বাস্তব কর্ম পদ্ধতিতে মৌলিক পরিবর্তন সৃষ্টি হইবে এবং অনেকেই বাধ্য করিবে তাওহীদ প্রতিষ্ঠার সর্বাত্মক অভীযানে নির্ভীকভাবে ঝাঁপাইয়া পড়িতে।

বিশাল মানস সরোবরের এপারে যে আলোড়ন জাগিয়াছে, দূরবর্তী তট রেখায় তাহা কোন স্পন্দন জাগাইবে কিনা, বলা দুষ্কর। কিন্তু তবুও আশা পোষণ ও সম্ভবনার স্বীকৃতিতে অন্যায় কিছুই নাই।


মুস্তফা মনজিল                                                      মুহাম্মদ আবদুর রহীম
২০৮ নাখালপাড়া                                                              ১০/০৯/৬৭ ইং
তেজগাঁও, ঢাকা।






8 comments:

রাশেদ বলেছেন...

চমৎকার এই বইটা ডাউনলোডের সুযোগ দেবার জন্য আন্তরিক শুভেচ্ছা রইলো । দোয়া করি অনেক দূর এগিয়ে যান । আপনাদের লাইব্রেরীটি সমৃদ্ধ করার জন্য যেকোন হেল্প প্রয়োজন হলে পাশে থাকবো ইনশাআল্লাহ। অনেক বেশি বেশি বই চাই । সাইমুম সিরিজের বইগুলো আপলোড করবেন। ধন্যবাদ।

মিনু বলেছেন...

সুন্দর সাইট। সব ধরনের বই পেলে আরো ভালো লাগতো । শুধু ইসলামী বই কেন ? অন্য লেখককদের বইও রাখবেন । তাহলে আরো ভালো হতো । হুমায়ুন আহমেদের বই পড়তে আমার ভালো লাগে । দয়া করে ওনার বইগুলো আপলোড করবেন।

সৌম্য বলেছেন...

বুয়েটের চোথাগুলো স্ক্যান করে রাখা যায় কিনা, ভেবে দেখবেন।

নিঝুম বলেছেন...

আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ, যেকোন ভাল বই - ইন্টারেষ্টিং বইই আমরা রাখতে আগ্রহী। আপনাদের কাছে থাকলে আমাদের মেইল করে পাঠিয়ে দিবেন। বুয়েটের চোথাগুলো বা হুমায়ুন আহমেদের বই - সংগ্রহে আংশিক রয়েছে। সবার সহযোগীতা পেলে আপলোড করা যাবে।

নামহীন বলেছেন...

leka pora jacche na choto choto boro korbo ki kore?

নিঝুম বলেছেন...

লেখা বড় করার অনেক উপায় আছে। সবচেয়ে সহজ হলো, কীবোর্ডের Ctrl কী চেপে ধরে মাউসের স্ক্রলবাটনটা ক্লকওয়াইজ ঘুরানো। ব্রাউজারের টুলস মেনু থেকে ফন্ট বড় করা যায় । বিস্তারিত দেখতে এই পেজের উপড়ে মেন্যবারের শেষ বক্সে দেয়া Font-Setup পেজটা দেখে নিন। বিস্তারিত দেখানো আছে।

Unknown বলেছেন...

খুব ভাল একটি সাইট

Unknown বলেছেন...

খুব ভাল একটি সাইট

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম