ঢাকায় মার্কিন দূতাবাসের কাছে নির্বাচনের আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি জঙ্গি হামলা বা গুপ্তহত্যার শিকার হতে পারেন। ২০০৮ সালে নির্বাচনের আগে ঢাকার মার্কিন দূতাবাস থেকে রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির পাঠানো তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে। গত ৩০ আগস্ট তারবার্তাটি প্রকাশ করে সাড়া জাগানো গণমাধ্যম উইকিলিকস।
তারবার্তায় বলা হয়, নির্বাচনের আগে বা পরে শেখ হাসিনার ওপর সহিংস হামলা হতে পারে বলে তিনি তত্কালীন রাষ্ট্রদূত জেমস এফ
মরিয়ার্টির কাছে জানান।
তারবার্তায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচারের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের বিষয়বস্তুও তুলে ধরা হয়।
বাউচারের সঙ্গে আলোচনায় শেখ হাসিনা মেজর জেনারেল এটিএম আমিনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন ইসলামপন্থী লোক। হাসিনা তাকে বাঙালি সংস্কৃতিবিরোধী ধর্মান্ধ ইসলামপন্থী লোক বলে অভিহিত করেন।
এছাড়া বাউচারের কাছে হাসিনা জামায়াতে ইসলামীর সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততার জন্যও উদ্বেগ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র যেন জামায়াতের কথা বিশ্বাস না করে সে বিষয়েও সতর্ক করে দেন। হাসিনা জামায়াতের ব্যাপারে সৌদি সরকারের সঙ্গে মধ্যস্থতা করতে বলেন। প্রতিউত্তরে এ ব্যাপারে মরিয়ার্টি শেখ হাসিনাকে সরাসরি সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এদিকে রাষ্ট্রদূত মরিয়ার্টি যে কোনো হুমকি মোকাবিলায় ভূমিকা নেয়ার প্রতিশ্রুতি দেন এবং আগামী সরকার ও সন্ত্রাস বিরোধী ইস্যুতে একসঙ্গে তত্পরতা চালিয়ে যাওয়ারও আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকের সময় তরুণ নেতা দীপু ও সোহেল তাজ উপস্থিত ছিলেন। পার্টির পুরনো নেতাদের সরিয়ে রাখার ইঙ্গিতও এতে প্রকাশ পায়
0 comments: