
১৯৭৮ সালে তার প্রথম গীতিকবিতার সংকলন ‘ঝংকার’ প্রকাশিত হয়। তারপর একে একে প্রকাশ পায় তার কাব্যগ্রন্থ আবর্তিত তৃণলতা, অনবরত বৃক্ষের গান, তোমার ভাষায় তীক্ষ ছোরা, চিত্রল প্রজাপতি ও নিষন্ন পাখির নীড়ে; ছোটদের ছড়ার বই রঙিন মেঘের পালকি, প্রবন্ধের বই নির্বাচিত প্রবন্ধ ইত্যাদি। আশির দশকে প্রকাশ পায় তার কথা, সুর ও স্বকণ্ঠে পরিবেশিত গানের ক্যাসেট প্রতীতী এক ও দুই। অনুবাদক হিসেবেও তিনি খ্যাতি লাভ করেছিলেন। পাহাড়ি এক লড়াকু ও মহানায়ক তার অনূদিত উপন্যাস। হযরত আলী (রা.) ও আল্লামা ইকবালের মতো বিশ্বখ্যাত মুসলিম কবিদের কবিতাও অনুবাদ করেছেন তিনি।
মল্লিকের সাহিত্যকর্ম
* ঝংকার (ইসলামি গানের বই)
* আবর্তিত তৃণলতা (কবিতাগ্রন্থ)
* তোমার ভাষায় তীক্ষ্ণ ছোরা (কবিতাগ্রন্থ) ►ডাউনলোড ►
* অনবরত বৃক্ষের গান (কবিতাগ্রন্থ) ►ডাউনলোড ►
* চিত্রল প্রজাপতি (কবিতাগ্রন্থ) ►ডাউনলোড ►
* নীষন্ন পাখির নীড়ে ►ডাউনলোড ►
* নির্বাচিত প্রবন্ধ (প্রবন্ধের বই)
* রঙিন মেঘের পালকি (ছোটদের ছড়ার বই)
* প্রতীতি এক (ইসলামি গানের ক্যাসেট)
* প্রতীতি দুই (ইসলামি গানের ক্যাসেট)
* যত গান গেয়েছি (ইসলামি গানের সঙ্কলন)
* প্রাণের ভিতরে প্রাণ (গীতিকাব্য) উল্লেখযোগ্য।
অনুবাদ
* পাহাড়ি এক লড়াকু
* মহানায়ক
0 comments: