১৯৬৫ সালের পহেলা মার্চ বাগেরহাট জেলার বারুইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন মতিউর রহমান মল্লিক। তিনি খুলনা অঞ্চলের বিভিন্ন ঐতিহ্যবাহী মাদরাসা, বাগেরহাট পিসি কলেজ ও সর্বশেষ ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা বিভাগে পড়ালেখা করেন। ১৯৭৮ সালে ঢাকায় সমমনা সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গড়ে তোলেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী। সভাপতির দায়িত্ব পালন করেন সাহিত্য সংগঠন 'বিপরীত উচ্চারণের'।
১৯৭৮ সালে তার প্রথম গীতিকবিতার সংকলন ‘ঝংকার’ প্রকাশিত হয়। তারপর একে একে প্রকাশ পায় তার কাব্যগ্রন্থ আবর্তিত তৃণলতা, অনবরত বৃক্ষের গান, তোমার ভাষায় তীক্ষ ছোরা, চিত্রল প্রজাপতি ও নিষন্ন পাখির নীড়ে; ছোটদের ছড়ার বই রঙিন মেঘের পালকি, প্রবন্ধের বই নির্বাচিত প্রবন্ধ ইত্যাদি। আশির দশকে প্রকাশ পায় তার কথা, সুর ও স্বকণ্ঠে পরিবেশিত গানের ক্যাসেট প্রতীতী এক ও দুই। অনুবাদক হিসেবেও তিনি খ্যাতি লাভ করেছিলেন। পাহাড়ি এক লড়াকু ও মহানায়ক তার অনূদিত উপন্যাস। হযরত আলী (রা.) ও আল্লামা ইকবালের মতো বিশ্বখ্যাত মুসলিম কবিদের কবিতাও অনুবাদ করেছেন তিনি।
মল্লিকের সাহিত্যকর্ম
* ঝংকার (ইসলামি গানের বই)
* আবর্তিত তৃণলতা (কবিতাগ্রন্থ)
* তোমার ভাষায় তীক্ষ্ণ ছোরা (কবিতাগ্রন্থ) ►ডাউনলোড ►
* অনবরত বৃক্ষের গান (কবিতাগ্রন্থ) ►ডাউনলোড ►
* চিত্রল প্রজাপতি (কবিতাগ্রন্থ) ►ডাউনলোড ►
* নীষন্ন পাখির নীড়ে ►ডাউনলোড ►
* নির্বাচিত প্রবন্ধ (প্রবন্ধের বই)
* রঙিন মেঘের পালকি (ছোটদের ছড়ার বই)
* প্রতীতি এক (ইসলামি গানের ক্যাসেট)
* প্রতীতি দুই (ইসলামি গানের ক্যাসেট)
* যত গান গেয়েছি (ইসলামি গানের সঙ্কলন)
* প্রাণের ভিতরে প্রাণ (গীতিকাব্য) উল্লেখযোগ্য।
অনুবাদ
* পাহাড়ি এক লড়াকু
* মহানায়ক
0 comments: