কুমড়ো পটাশ, বুড়ির বাড়ি, বাবুরাম সাপুড়ে

 

কুমড়ো পটাশ

(যদি) কুম্‌‌ড়োপটাশ নাচে-
খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে ;
চাইবে নাকো ডাইনে বাঁয়ে চাইবে নাকো পাছে ;
চার পা তুলে থাকবে ঝুলে হট্টমুলার গাছে !

      (যদি) কুম্‌‌ড়োপটাশ কাঁদে-
      খবরদার! খবরদার! বসবে না কেউ ছাদে ;
      উপুড় হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে ;
      বেহাগ সুরে গাইবে খালি 'রাধে কৃষ্ণ রাধে' !

(যদি) কুম্‌‌ড়োপটাশ হাসে-
থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে ;
ঝাপ্‌সা গলায় ফার্সি কবে নিশ্বাসে ফিস্‌ফাসে ;
তিনটি বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে !

      (যদি) কুম্‌‌ড়োপটাশ ছোটে-
      সবাই যেন তড়বড়িয়ে জানলা বেয়ে ওঠে ;
      হুঁকোর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে ;
      ভুলেও যেন আকাশ পানে তাকায় নাকো মোটে !


(যদি) কুম্‌‌ড়োপটাশ ডাকে-
সবাই যেন শাম্‌লা এঁটে গামলা চড়ে থাকে ;
ছেঁচকি শাকের ঘণ্ট বেটে মাথায় মলম মাখে ;
শক্ত ইঁটের তপ্ত ঝামা ঘষতে থাকে নাকে !

      তুচ্ছ ভেবে এ-সব কথা করছে যারা হেলা,
      কুম্‌‌ড়োপটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা ।
      দেখবে তখন কোন্‌ কথাটি কেমন করে ফলে,
      আমায় তখন দোষ দিওনা, আগেই রাখি বলে











 

বুড়ীর বাড়ী

গালভরা হাসিমুখে চালভাজা মুড়ি,
ঝুরঝুরে প'ড়ো ঘরে থুরথুরে বুড়ী ।
কাঁথাভরা ঝুলকালি, মাথাভরা ধুলো,
মিট্‌‌মিটে ঘোলা চোখ, পিঠখানা কুলো ।
কাঁটা দিয়ে আঁটা ঘর - আঁঠা দিয়ে সেঁটে,
সুতো দিয়ে বেঁধে রাখে থুতু দিয়ে চেটে ।
ভর দিতে ভয় হয় ঘর বুঝি পড়ে,
খক্‌ খক্‌ কাশি দিলে ঠক্‌ ঠক্‌ নড়ে ।
ডাকে যদি ফিরিওলা হাঁকে যদি গাড়ি,
খসে পড়ে কড়িকাঠ ধসে পড়ে বাড়ী ।
বাঁকাচোরা ঘরদোর ফাঁকা ফাঁকা কত,
ঝাঁট, দিলে ঝ'রে পড়ে কাঠকুটো যত ।
ছাদগুলো ঝুলে পড়ে বাদ্‌লায় ভিজে,
একা বুড়ী কাঠি গুজে ঠেকা দেয় নিজে ।
মেরামত দিনরাত কেরামত ভারি,
থুরথুরে বুড়ী তার ঝুরঝুরে বাড়ী । 
 






বাবুরাম সাপুড়ে

বাবুরাম সাপুড়ে,
     কোথা যাস্‌ বাপুরে ?
আয় বাবা দেখে যা,
     দুটো সাপ রেখে যা !
যে সাপের চোখ নেই,
     শিং নেই নোখ্‌ নেই,
ছোটে না কি হাঁটে না,
     কাউকে যে কাটে না,
করে নাকো ফোঁস ফাঁস,
     মারে নাকো ঢুঁশঢাঁশ,
নেই কোন উৎপাত,
     খায় শুধু দুধ ভাত-
সেই সাপ জ্যান্ত
     গোটা দুই আনত ?
তেড়ে মেরে ডাণ্ডা
     ক'রে দেই ঠাণ্ডা ।

 

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম