শব্দ কল্প দ্রুম্‌, গোঁফচুরি, প্যাঁচা আর প্যাঁচানি, চোর ধরা

শব্দ কল্প দ্রুম্‌

ঠাস্‌ ঠাস্‌ দ্রুম্‌ দ্রাম্‌, শুনে লাগে খট্‌কা-
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পট্‌কা !
শাই শাই পন্‌পন্‌, ভয়ে কান বন্ধ-
ওই বুঝি ছুটে যায় সে-ফুলের গন্ধ ?
হুড়মুড় ধুপ্‌ধাপ্‌- ওকি শুনি ভাই রে?
দেখ্‌ছ না হিম পড়ে- যেওনাকো বাইরে ।
চুপ্‌ চুপ্‌ ঐ শোন্‌ ! ঝুপ্‌ঝাপ্‌ ঝ-পাস্‌ !
চাঁদ বুঝি ডুবে গেল ?- গব্‌ গব্‌ গবা-স্‌ !
খ্যাশ্‌ খ্যাশ্‌ ঘ্যাচ্‌ ঘ্যাচ্‌, রাত কাটে ঐরে !
দুড়্‌ দুড়্‌ চুরমার- ঘুম ভাঙে কই রে !
ঘর্ঘর ভন্‌ভন্‌ ঘোরে কত চিন্তা !
কত মন নাচে শোন্‌ - ধেই ধেই ধিন্‌তা !
ঠুংঠাং ঢংঢং, কত ব্যথা বাজে রে-
ফট্‌ফট্‌ বুক ফাটে তাই মাঝে মাঝে রে !
হৈ হৈ মার মার , "বাপ্‌ বাপ্‌" চিৎকার-
মালকোঁচা মারে বুঝি? সরে পড়্‌ এইবার ।






গোঁফচুরি

হেড আফিসের বড় বাবু লোকটি বড়ই শান্ত,
তার যে এমন মাথার ব্যামো কেউ কখনও জান্‌ত ?
দিব্যি ছিলেন খোস্‌‌মেজাজে চেয়ারখানি চেপে,
একলা ব'সে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে !
আঁৎকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি ক'রে গোল
হঠাৎ বলেন, "গেলুম গেলুম, আমায় ধ'রে তোল" ।
তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ,
কেউবা বলে, "কামড়ে দেবে সাবধানেতে তুলিস্‌।"
ব্যস্ত সবাই এদিক ওদিক কর্‌ছে ঘোরাঘুরি-
বাবু হাঁকেন, "ওরে আমার গোঁফ গিয়েছে চুরি" !
গোঁফ হারান ! আজব কথা ! তাও কি হয় সত্যি ?
গোঁফ জোড়া ত তেমনি আছে, কমেনি এক রত্তি ।
সবাই তারে বুঝিয়ে বলে, সাম্‌‌নে ধরে আয়না,
মোটেও গোঁফ হয়নি চুরি, কক্ষনো তা হয় না ।
রেগে আগুন তেলে বেগুন, তেড়ে বলেন তিনি,
"কারো কথার ধার ধারিনে, সব ব্যাটাকেই চিনি ।
"নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়না,
এমন গোফ ত রাখত জানি শ্যামবাবুদের গয়লা।
"এ গোঁফ যদি আমার বলিস করব তোদের জবাই"-
এই না ব'লে জরিমানা কল্লেন তিনি সবায় ।
ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়-
"কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায় ।
"আফিসের এই বাঁদরগুলো, মাথায় খালি গোবর
"গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ।
"ইচ্ছে করে এই ব্যাটাদের গোঁফ ধ'রে খুব নাচি,
"মুখ্যুগুলোর মুণ্ডু ধ'রে কোদাল দিয়ে চাঁচি ।
"গোঁফকে বলে তোমার আমার- গোঁফ কি কারও কেনা ?
"গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা ।"

 


প্যাঁচা আর প্যাঁচানি

                প্যাঁচা কয় প্যাঁচানি,
                     খাসা তোর চ্যাঁচানি !
                শুনে শুনে আন্‌মন
                     নাচে মোর প্রাণমন !
                মাজা-গলা চাঁচা সুর
                     আহ্লাদে ভরপুর !
                গলা চেরা গমকে
                     গাছ পালা চমকে,
                সুরে সুরে কত প্যাঁচ
                     গিট্‌কিরি ক্যাঁচ্‌ ক্যাঁচ্‌ !
                যত ভয় যত দুখ
                     দুরু দুরু ধুক্‌ ধুক্‌,
                তোর গানে পেঁচি রে
                     সব ভুলে গেছি রে-
                চাঁদ মুখে মিঠে গান
                     শুনে ঝরে দু'নয়ান ।

 





চোর ধরা

আরে ছি ছি ! রাম রাম ! ব'লো না হে ব'লো না-
চল্‌‌ছে যা জুয়াচুরি, নাহি তার তুলনা ।
যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে,
ভয়ানক ক'মে যায় খাবারের ভাগেতে ।
রোজ দেখি খেয়ে গেছে, জানিনেকো কারা সে-
কালকে যা হয়ে গেল ডাকাতির বাড়া সে !
পাঁচখানা কাট্‌‌লেট্‌‌ লুচি তিন গণ্ডা,
গোটা দুই জিবে গজা, গুটি দুই মণ্ডা,
আরো কত ছিল পাতে আলুভাজা ঘুঙ্‌‌নি-
ঘুম থেকে উঠে দেখি পাতখানা শুন্যি !
তাই আজ ক্ষেপে গেছি- আর কত পারব ?
এতদিন স'য়ে স'য়ে এইবারে মারব ।
খাড়া আছি সারাদিন হুঁসিয়ার পাহারা,
দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা ।
রামু হও, দামু হও, ওপাড়ার ঘোষ বোস-
যেই হও এইবারে থেমে যাবে ফোঁস্‌ ফোঁস্‌ ।
খাট্‌বে না জারিজুরি আঁটবে না মারর্‌প্যাঁচ,
যারে পাব ঘাড়ে ধ'রে কেটে দেব ঘ্যাঁচ্‌ ঘ্যাঁচ্‌ ।
এই দেখ ঢাল নিয়ে খাড়া আছি আড়ালে,
এইবারে টের পাবে মুণ্ডুটা বাড়ালে ।
রোজ বলি "সাবধান!" কানে তবু যায় না ?
ঠেলাখানা বুঝ্‌‌বি ত এইবারে আয় না !




0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম