"Muslim identity"সংকীর্ন চিন্তা।একটি ক্ষুদ্র প্রয়াস।

রাইটার : মুহাম্মাদ মুজাহিদ

মানুষের একটা সহজাত স্বভাব হল প্রচার ,বিশেষ করে সে সকল বিষয়গুলো যা তাকে সম্মানিত করে।এটা খুব commonly দেখা যায় যে,কোন কোন জায়গায় অনেক কিছু দেখানোর প্রয়োজন না পড়লে ও মানুষ সেটা প্রকাশ করে আনন্দ পায়।যেমন ধরুন একটা ছেলে medical এ  পড়ছে ,সে এ বিষয়টি অন্যকে জানিয়ে আনন্দিত হয়।কেন??কারন লোকে তার প্রতি ভাল ধারনা পোষন করবে।তার জ্ঞানের প্রতি মানুষের একটা ভাল ধারনার সৃষ্টি হবে।আবার আমরা বুয়েটিয়ানরা অন্যকে এ জিনিসটা জানাতে পুলকিত বোধ করি যে আমরা বুয়েটিয়ান।

আহা!!!কোথাও যখন নিজের ID card টা দেই তখন কি যে ভাল লাগে!!!!

অনেকে তো কোথাও মানিব্যাগ বের টাকা দিতে গিয়ে এ চিন্তায় কিছুক্ষন নাড়াচাড়া করে যেন পাশের লোকজন মানিব্যাগের ভেতর তার ID card  টা দেখে।

অনেকে তো বুয়েট লেখা গেঞ্জী normally  গায়ে না দিলেও বাস ট্রেনে যাওয়ার সময় must ওই গেঞ্জী দিয়ে বদনখানা অলংকিত করে অন্তরের গহীনে পুলক বোধ করে।



ওইদিন রাজশাহী মেডিকেলের কিছু ভাই তাদের এক অসুস্থ সহপাঠীর জন্য আমাদের ক্লাসে টাকা তুলতে এসেছিল।তাদের সবার গায়ে এপ্রন ছিল।আমি জানি এটা এখানে পড়ে আসার মত কিছু ছিল না ।তারপরো কেন পড়ে এসেছিল???কারন তারা জানাতে চায় তারা বাংলাদেশের সেরা ছাত্র।সেরা  institution এ পড়ে।এটা দোষের কিছু নয় ।এটাই মানুষের সহজাত স্বভাব ।



তেমনি আমার মধ্যে যদি সত্য কিছু থাকে আমার উচিত সেটা মানুষকে জানানো।মানুষকে জানানো হ্যাঁ আমি এ সত্যের অনুসারী।তাকে বিষয়টা জানিয়ে আমার আনন্দ অনুভব করা উচিত।আজকাল আমি এমন এক সমাজে বাস করছি যেখানে আমি মুসলিম আমার সাথে একজন হিন্দুর কোন পার্থক্য নেই।আমি একটা ঘটনা উল্লেখ করতে চাই।আমার এক বন্ধু তার সাথে একসাথে পড়ালেখা করছি অথচ আমি জানি না সে হিন্দু।একদিন কোন একটা বিষয়ে খটকা লাগতেই আমি জিজ্ঞেস করলাম তুই হিন্দু নাকি???আমার অন্যান্য বন্ধুরা  হাসাহাসি শুরু করলো।কারন আমি জানি না সে হিন্দু (আমাকে বোকা পেয়ে)।কিছুক্ষন নিজের মধ্যে লজ্জাবোধ করছিলাম,পরক্ষনেই আমি তাদের বললাম এটা তো আমার লজ্জা নয় এটা তোদের লজ্জা।আযান দিচ্ছে মুসলিমরা মসজিদে যাচ্ছে না।বাংলাদেশের মাত্র ২% লোক পাঁচ ওয়াক্ত নামায পড়ে।মুসলিমরা দাঁড়ি রাখলেই তো বুঝা যাবে সে মুসলিম।(আমি দাঁড়ি রাখা ওয়াজিব নাকি মুস্তাহাব সে আলোচনায় যাচ্ছি না।)কেঊ দাঁড়ি টুপি পড়লে নিশ্চিত হওয়া যায় সে মুসলিম।আমি এ  identity টা দেখাতে কেন কুন্ঠাবোধ করি।????আমি এখানে হিন্দু ভাইদের ছোট করছি না।আল্লাহ সুবহানাহুওয়াতাআলা মানুষকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন।আমরা যারা মুসলিম বলে দাবী করে আমার কথা তাদের নিয়ে।



তেমনি মুসলিম বোনদের জন্য হিজাবের ব্যবস্থা আছে যা দেখলে সবাই বুঝবে সে মুসলিম।।



প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিসের (৪৮০ -৪০৬ খ্রী.পূ) একটি বাণীতে বলেছেন : 'সত্য কথা কাপুরুষের মত মিন মিন করে বোল না, বরং সবাইকে উচ্চস্বরে তা শুনিয়ে দাও' ।

আপনি যদি জেনে থাকেন ইসলাম সত্য তাহলে সেটা বুক ফুলিয়ে গলা উচুঁ করে মানুষকে জানান।মানুষকে জানান যে আপনি সে সত্যের অনুসারী।কিসের ভয়।??আপনি যদি জানেন ইসলামিক social,political,economic system ই সেরা system, তাহলে সেটা  মাথা উচুঁ করে মানুষকে জানান।

 মানুষকে জানান I m Muslim ,and I m proud 2 b a Muslim.

আল্লাহ কোরানে বলেছেন-



যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলিম, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার? সুরা ফুসিলাত-৩৩

আমি মানুষকে জানাতে ভালবাসব যে আমি মুসলিম,আমার এ মাথা একমাত্র আল্লাহর নিকট ই নত হয়,এবং শুধুমাত্র মুহাম্মদ (সঃ) যে আদর্শ দেখিয়ে গিয়েছেন সেটাই আমার আদর্শ।



আমার আদর্শ সালমান,আমীর কিংবা চে গুয়েবারা নয়।চে গুয়েবারার ছবি সম্বলিত গেঞ্জী গায়ে দিয়ে আমি মানুষকে কি জানাতে চাই???আমি তার মত বিপ্লবী????ছবি সম্বলিত গেঞ্জী গায়ে দেয়া ঠিক নাকি ভুল সে আর্গুমেন্টে আমি যাচ্ছি না।!!!!

বুয়েট,DMC লগো সমৃদ্ধ গেঞ্জী গায়ে দিয়ে আমি মানুষকে কি বলতে চাই???আমি বাংলাদেশের শ্রেষ্ট ছাত্রদের একজন???



তাহলে সে সূত্র ধরে আমি বলতে চাই নিজেকে মুসলিম পরিচয় দেয়ার মাধ্যমে মানুষে জানিয়ে দেয়া উচিত-

*আমি পৃথিবীর শ্রেষ্ট জীবন ব্যবস্থার অনুসারী।

*আমি পৃথবীর শ্রেষ্ট মানব মুহাম্মদ (সঃ)এর আদর্শের সৈনিক।

*আমি পৃথিবীর শ্রেষ্ট মানবতার,মানবাধিকার,ন্যায়বিচারের বই (কুরআন) এর অনুসারী।

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম