বিদেশে উচ্চশিক্ষা: জিআরই(GRE) (পর্ব-২)

কিছু GRE ( গ্রে =p~ ) মিথ নিয়েই শুরু করা যাক:
১। জিআরই এর অংক তেমন কঠিন না, বিশেষ করে এঞ্জিনিয়ারদের জন্য। --এটা বড় ভাইদের জন্য সত্য ছিল, এখন আর সে অবস্থা নেই। ম্যাথে (Quantitative Reasoning) এখন খুবই ট্রিকি প্রশ্ন আসে /:) । এমনকি ব্যারন করে গেলেও দেখা যায় আসল পরীক্ষারটা ব্যারনের থেকেও ট্রিকি।

২। আমি ক্যালকুলাস এসব ভাল পারি, কাজেই জিআরই এর ম্যাথ আমার জন্য কোন সমস্যাই না --- ওখানে যেসব প্রশ্ন থাকে সেগুলো সবার কথা ভেবে করা হয়। কাজেই আপনার হায়ার ম্যাথম্যাটিক্স এর দক্ষতা সরাসরি কাজে আসবে নাX(। আপনাকে জিআরই এর জন্য ভিন্ন অ্যাংগেল থেকে স্কিল তৈরি করতে হবে।

৩। জিআরই এর জন্য প্রায় ৩৫০০ কঠিন শব্দ জানতে হবে- জিআরইতে শব্দ কত জানা উচিত সেটা নিয়ে বিতর্ক আছে, তবে অনেকে ২৫০০ শব্দ দিয়েও ভার্বালে বাজিমাৎ করেন কারও ৪০০০ দিয়েও ততটা ভাল হয় না।

আমার মতে ২৫০০-৩০০০ এর মাঝে শব্দ জানলে পরীক্ষায় যাওয়া যায়। খুব বেশি (৪৫০০+) শিখতে গেলে একরকম রাগ X(( ধরে যাবে পুরো ব্যাপারটার উপর।

৪। জিআরই তে ভার্বালে খারাপ করা কোন সমস্যা না, টেকনিক্যাল লাইনের জন্য -- সব সময় তা হয় না। অনেক সময় ভার্বালে খারাপ স্কোর থাকলে টোফেলে ভাল স্কোর চান প্রফেসররা। একদম কম পেলে কিন্তু টোটাল স্কোরটা দেখতে খারাপ হয়ে যায়।

৫। অনেক ওয়ার্ড শিখেছি, কোন শব্দ দিয়েই আটকানো যাবে না আমায়- ভার্বালে স্কোর ভাল হবেই -- সব শব্দের অর্থ জানলে Antonym সব হবে কিন্তু বাকি গুলো Analogy, Sentence completion, Comprehension ভাল নাও হতে পারে। কারণ, এগুলোতে word জানার চাইতে তার প্রয়োগ নিয়ে বেশি স্কিল দরকার হয়।

প্রিপারেশন কিভাবে নেব: এটা নিয়ে আলাদা পোস্ট দেব তাও অভাজন হিসেবে আমার প্রিপারেশনটার সারমর্ম তুলে দিচ্ছি:

ক. Word এর জন্য Barron's হল সবচেয়ে ব্যালান্সড বই।
খ. Word smart দিয়ে শুরু করতে পারেন, তারপর ব্যারন ধরতে পারেন।
গ. শুধু Barron's এর অংক করলে বিপদে পড়বার সম্ভাবনা বেশি। জিআরই এর ম্যাথের জন্য আমার দেখা সেরা বই হল নোভা (Nova), নীলক্ষেতে পাওয়া যায়।
ঘ. নোভার আবার ভার্বালে খুব বেশি Word আছে, কাজেই বেছে পড়া কঠিন। নোভার ভার্বাল থেকে দূরে থাকলে খুব একটা ক্ষতি নেই।
ঙ. অনলাইনের কতগুলো ভাল ভাল সাইট আছে। সেগুলো খুবই কাজের।
চ. ফ্লাশ কার্ড ব্যবহার করতে পারেন চাইলে, না করলেও চলে।

মনে রাখবেন, GRE তে ভাল করার জন্য প্রিপারেশন ছাড়াও আরেকটা জিনিস দরকার, সেটা হল পরীক্ষা দেবার দক্ষতা (GRE Exam taking skill)

তবে এসব নিয়ে সমালোচনা কম নেই, বিশেষ করে অনেকে বলেন যে GRE স্কিল মাপে না, GRE পরীক্ষা দেয়ার স্কিল মাপে।

GRE পরীক্ষার সময় আপনি ৪টি ইউনিতে বাড়তি খরচ ছাড়াই স্কোর পাঠাতে পারবেন।:

জিআরই নতুন ফরম্যাট: GRE এর নতুন ফরম্যাট আসছে আগামী সেপ্টেম্বর থেকে। তার আগে পর্যন্ত বর্তমান ফরম্যাটই থাকছে। আগামী বছর যদি কেউ সেপ্টেম্বরেই পরীক্ষা দেয়, তাহলে ৫০% ডিসকাউন্ট থাকবে। (গিনিপিগ ডিসকাউন্ট X() নতুন ফরম্যাটের তথ্য
পরের পর্বে আরো লিখবার ইচ্ছা থাকল।
ভাল থাকবেন, সবাইকে শুভেচ্ছা।

লেখক : ব্লগার মেঘলা মানুষ

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম