কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে চৌদ্দগ্রাম উপজেলা শিবিরের সভাপতি সাহাব উদ্দিন পাটোয়ারী নিহত হয়েছেন। কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, আজ শুক্রবার ভোররাতে একজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত সাহাবুদ্দিনের বাড়ি চৌদ্দগ্রাম পৌরসভা এলাকার চান্দিসকরায়। গতকাল বিকেল ৫টায় টিউশনি থেকে বাসায় ফেরার পথে সাহাবুদ্দিন পাটোয়ারীকে ডিবি পুলিশ গ্রেফতার করে। পরে পুলিশ তার অবস্থান জানাতে অস্বীকার করায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছিলেন তার বড় বোন আঞ্জুমান আরা। তিনি সাহাবুদ্দিনের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
যৌথবাহিনী ও সরকার দলীয় ক্যাডারদের রক্তচক্ষু উপেক্ষা করে চৌদ্দগ্রামে শিবির নেতা শহীদ সাহাব উদ্দিন পাটোয়ারীর জানাযায় জনতার ঢল।
শহীদ সাহবুদ্দিন।
মাথায় ফায়ার করা বুলেট টা হয়তো কপাল দিয়ে আসে নি,দু হাত বাধা,দু চোখ কালো কাপড় দিয়ে বাধা,গ্রেপ্তারের পর নির্যাতনের ফলে নাক মুখ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে, উপর্যপুরি মোটা লাঠির আঘাতে চিহ্ন গুলো স্পষ্ট,পুলিশ র্যাব একের পর একজন পায়ে পড়া বুটের লাথিতে যেন দাগ বসে যাচ্ছে,ডিবি উর্দ্ধতন কর্মকর্তার কাছে চলে এসেছে ক্রসফায়ারের নির্দেষ।সব যেন দাতে দাত চেপে মুখ বুঝে সহ্য করে যাচ্ছে। তাকে অনেকের কথাই জিজ্ঞেস করছে,গালাগালি করে বলছে,বলল তোদের হেডঅফিস কই, তোর সাথীদের নাম বলল,তোর নেতারা কই বল?
নির্বাক নিশ্চুপ কোন কথা নেই তার মুখে, রিভলবারের বুলেটটি ফায়ার অপশনে আপলোড করা হয়ে গেছে, একটু পড়েই ফায়ার হবে,হঠাৎ মুখ থেকে উচ্চারন হচ্ছে কালেমায় শাহাদাত।
ট্রিগারটি ক্লিক করা হয়ে গেছে বুলেটটি চলে এসেছে তার স্থানে, শাহাদাতের পেয়ালাটি পান করা হয়ে গেছে,জুলুম নির্যাতনও শেষ, বুলেটের আঘাতে কাতরাতে কাতরাতে তাজা রক্ত গুলো ঢেলে দিয়েছে চৌদ্দগ্রামের সবুজ ময়দানে।
টিভি তে হেড লাইন চৌদ্দগ্রামে ক্রসফায়ারে নিহত শিবির সভাপতি।
অমায়িক এক ভদ্র ছেলে ছিল আমার ভাই আমার বন্ধু। পরীক্ষার হল রুমে বসে আর কোন দিন একসাথে পরীক্ষা দেয়া হবে না। একসাথে আর বন্ধুদের আড্ডায় আসা হবে না,কল করে খোজ নিবে না ঢাকায় আন্দোলনের কি অবস্থা,আপন এক বন্ধনে আর বাধন হবে না।তবে আন্দোলনের পথে সহজে আলাদা হবো না।
বন্ধু তুই তো শাহাদাতের পেয়ালা পান করেছিস,আমার জন্য বলিস আল্লাহর কাছে।
মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে তোকে আজ শহীদের তালিকায়। মা কে বলেছি ও মা তোমার এক ছেলে গিয়েছে দেখ লক্ষ ছেলে তোমায় মা ডাকছে।
সাহবুদ্দিন তুই প্রেরনার এক বাতিঘর,
সাহবুদ্দিন তুই উজ্জ্বল এক নক্ষত্র।
আর পারছিনা চোখের পানি ধরে রাখতে। মাফ করে দিস দোস্ত।
হে আল্লাহ আমার এই ভাইকে কবুল করো তোমার মেহমান খানায়।
- Atiqur Rahman
0 comments: