খুব ছোট্ট কিছু অনুরোধ নিয়ে আজকে এই লিখাটা শেষ হবে। আমার বিশ্বাস তার অল্প কিছুটুকুও যদি আপনারা ধরে রাখবার চেষ্টা করেন, আরেকবার প্রমাণিত হবে, আমরা অনেক কিছুই করতে পারি, শুধু প্রয়োজন একটু খানি সদিচ্ছা আর সত্যিকারের বিশ্বাস।
আজকে যখন প্রথমবারের মতো হাবিবুর রহমান ওরফে হাবুর উপর বিএসএফ-এর নির্যাতনের সেই ভিডিওটা দেখেছি, অবিশ্বাস্য মনে হচ্ছিলো, মানুষ কোন কারণ ছাড়াই এমন করে আরেকজনকে মারতে পারে, নির্দ্বিধায় কষ্ট দিতে পারে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। নিজের ভেতরকার পরিচয়টা যখন আস্তে আস্তে ক্ষয় হয়ে যেতে থাকে তখন নাকি সমাজে নৈরাজ্য দেখা দেয়, সমাজ বইয়ে লিখা ছিলো, ছোটবেলায় পড়েছি! সমাজে নৈরাজ্য এসেছে কিনা জানিনা, তবে এটুকু বুঝি, আমাদের অনেক অনুভূতি ভোঁতা হয়ে গেছে, চোখের সামনে নিত্যদিন এরকম বীভৎস্য ঘটনা দেখতে দেখতে অনেক কিছুই বুঝি গা সওয়া হয়ে গেছে, কিন্তু তবু যখন নিজের দেশের একটা মানুষের গায়ে বিনা কারণে অন্য দেশের একজন হাত তুলে তখন তার জবাব দিতে হয় বৈকি, একাত্তর তার অকাট্য প্রমাণ।
বিশ্বায়ন(!)-এর এই যুগে চাইলেও আরেক দেশের মানুষকে আমি চড় মেরে রাস্তার উপর ফেলে দিতে পারিনা, এইটুকু ভদ্রতাবোধ আমার বিশ্বাস আমাদের আছে, যদিও এটাও বিতর্কের বিষয় সেই সময় এখনো আছে কিনা…তবে যেটা পারি, সেটা হলো ভদ্র ভাষায় প্রত্যাখান করা। তোমার বিক্রি করা জিনিস আমি কিনবো না, আমার কাছে আমার দেশের, কিংবা অন্য দেশের পণ্য কেনার সুযোগ আছে, আমি তোমারটা কিনবো না! কেন কিনবো না জানো? শুধু এটুকু বুঝিয়ে দেবার জন্য, “তোমার পণ্য ছাড়াও আমরা বেঁচে চলতে পারি, খুব বেশি কষ্ট হবে না!”
“সকল ধরণের ভারতীয় পণ্য বর্জন করুন” এতো বড়ো ডাক না দিয়ে আমি যেটা করতে পারি আপনাকে বলে দিতে পারি এইসব পণ্যগুলো ভারত থেকে আমাদের দেশে আসে, যদি সম্ভব হয় আমি আপনাকে এর বিকল্প পণ্যের নামটাও বলে দিতে পারি, অথবা আপনাকে অনুরোধ করতে পারি, একটু খুঁজে দেখুন না, এর চেয়ে ভালো পণ্যই হয়তো বাজারে পাবেন। চেষ্টা করে দেখুন না, ভারতের পণ্যগুলোকে বাদ দিয়ে জীবনযাপন করা যায় কিনা……
শুরু করি সবচেয়ে সহজে আমরা যেগুলো বাদ দিয়ে দিতে পারি আমাদের প্রতিদিনের ব্যবহার থেকে। এখানে যেসব পানীয়ের ছবি দেয়া আছে আমার বিশ্বাস আমরা সেগুলো ছাড়া নির্দ্বিধায় দিন পার করে দিতে পারি। একটা সময় ছিলো যখন ভারতের “Lays” চিপসের কোন প্রতিযোগী এইদেশে তৈরি হয়নি। এখন আমি বলতে পারি, আমাদের “সান” চিপসের অনেকগুলো ফ্লেভারই সেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম। সান চিপসের “ওয়াসাবি” খেয়ে দেখতে পারেন অন্যরকম একটা স্বাদের জন্য!
## ভারতের বিশাল বিস্কুটের বাজার দেখে ভয় পাচ্ছেন? ভাবছেন আমাদের দেশে এতো মজার বিস্কুট কোথায় পাবো?
জানলে অবাক হয়ে যাবেন আমাদের দেশেই এখন কত ধরণের মজাদার বিস্কুট তৈরি হচ্ছে! বঙ্গজ, নাবিস্কো, ড্যানিশ, হক, কোকোলা ছাড়াও এখন আরো একগাদা কোম্পানী আছে যারা আপনার জন্য মুখরোচক বিস্কুট নিয়ে আসছে হরদম! চেষ্টা করেই দেখুননা! পাশের কনফেকশনারী কিংবা জেনারেল স্টোরে একটা ঢুঁ মেরেই দেখুন!
## আমার জানা মতে আমাদের দেশী কোলগেট, পেপসোডেন্ট, ক্লোজ আপের ভীড়ে এইসব ভারতীয় টুথপেস্টের জায়গা পাবার কথা না! তবু শুধু জানিয়ে রাখার জন্য নামগুলো দিয়ে রাখা, হঠাৎ কিনতে যেয়ে যদি মনে পড়ে যায় এই নামগুলোর কথা, চেষ্টা করুন সেটা না ব্যবহার করার……
## চকলেট শুনলেই জিভে জল আসে আমার মতো এমন অনেকেই আছেন……কিন্তু এইসব চকলেট থেকে হাজারগুণ ভালো চকলেট তো হাতের কাছেই আছে, এগুলো নাহয় নাই বা গেলো মুখ পর্যন্ত! এর চেয়ে Snicker, Mars অথবা Hershley’s ই হলো রসনা তৃপ্তির মাধ্যম!
## এইবারের দাবিটা অনেক কঠিন একটা দাবি করবো আপনাদের কাছে, আর আশা করবো পুরোটা রাখতে না পারলেও যতখানি সম্ভব রাখবেন! এই কথাটা নিঃসন্দেহে সত্য আমাদের বাজারে ভারতীয় কসমেটিক্সে সয়লাব হয়ে গেছে! টিভি চ্যানেল গুলো দেখে বিজ্ঞাপন হজম করে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, মনে হয় ওদের চেয়ে ভালো আর কোন প্রডাক্ট বাজারে হতেই পারে না! কিন্তু প্রতি ক্ষেত্রেই খুঁজে পাবেন ঠিক সমমানের কিংবা কখনো কখনো ভালো মানের বিকল্প পণ্যও আছে বাজারে! বাংলাদেশী না হোক, অন্য দেশেরটাই দেখুন, ভারতীয়দের ছাড়াও যে আমরা চলতে পারি সেটা একটু বুঝিয়ে দেয়া যায় না?
## ভারতের মোবাইল কোম্পানীগুলো থেকে ভালো সেটই তো বাজারে আছে, চায়নিজ হোক কিংবা বড়ো ব্র্যান্ডের (যেমন নকিয়া, স্যামসাং) আমার তো বিশ্বাস ভারতীয় সেটের দিকে যাবার প্রয়োজন খুব একটা কারোরই পড়ে না, তবু দিয়ে দিলাম ভারতে তৈরি সেটগুলো নাম……
তবে হ্যাঁ, যেটা চাবো আপনাদের কাছে, যদি সম্ভব হয় নিজের এয়ারটেল সিমটি পরিবর্তন করে ফেলুন, খুব বেশিদিন হয়নি এদেশে এসেছে এয়ারটেল, আর আমরা খুব বেশি মানুষও নেই যাদের কাছে এয়ারটেল ছাড়া অন্য সিম নেই! তাই আসুন না, সর্বাত্মক চেষ্টার একটা অংশ হিসেবে ব্যবহার বন্ধ করে দিই এয়ারটেল সিমটার…
## আমাদের ম্যাটাডোর জেলের সাথে তুলনা করার মতো কলম মনে হয় খুব বেশি নেই! দুর্দান্ত একখানা কলম বানাইছে রে ভাই! লিখতে যে কি আরাম! সেই দিনতো শেষ যে “Cello” “Montex” ছাড়া লিখা হবে না, তাইনা? খোঁজ নিয়ে দেখুন এখন ওদের কলমের বিক্রি অনেকখানি কমিয়ে দিয়েছে দেশি কোম্পানিগুলো, পুরোপুরি নাহয় বন্ধই করে দিলাম!
## ভারতে তৈরি অসংখ্য গাড়ী আসছে আমাদের দেশে, মটরসাইকেল, ট্রাক থেকে শুরু করে বাস পর্যন্ত, টাটা, হোন্ডা, বাজাজ, অনেকগুলো কোম্পানি একচেটিয়া বাজার ধরে নিয়েছে, আমিও জানি এটা রাতারাতি বদলে দেবার মতো সম্ভবপর কিছু না! কিন্তু তারপরও যেটা আশা করবো, যদি কখন সাধ ও সাধ্যের মধ্যে মিলে যায় এই কোম্পানীগুলো বাদ দিয়েই নাহয় মটর সাইকেল, গাড়ীটা কিনলেন, কিংবা চড়লেন……
এই লিস্ট আসলে শেষ হবার নয়, আমাদের নিত্যদিনের অনেক কিছুর মধ্যেই ঢুকে বসে আছে বিদেশী জিনিস, তাই একবারে না হোক, আস্তে আস্তে আসুন না নিজের অভ্যাসটাকে পালটে ফেলি, আজকে থেকে নাহয় কিটক্যাট খাওয়াটা বন্ধ করেই দিলাম, অন্য কিছুতে খুঁজে নিলাম সেই মজাটা, আরো কিছু পণ্যের ছবি দিয়ে শেষ অনুরোধটা করবো আপনাদের……
আর টিভি চ্যানেলগুলো নিয়ে নতুন করে আর কি লিখবো, হরদম বলে আসা সেই পুরনো কথাই! ভয়ংকর ধরণের খারাপ লাগে যখন দেখি ছোট ছোট বাচ্চাগুলো বলা যায় বাংলা ভালো করে বলার আগেই হিন্দি শিখে ফেলে! অথচ পাশের দেশে পশ্চিমবঙ্গ একটা প্রদেশ হওয়া সত্ত্বেও অন্যান্য প্রদেশের মানুষজন বাংলাতে খুব ভালো কথা বলা তো দূরের কথা, বুঝেও না অনেক সময়। কি বাহাদুরি আছে জানিনা হিন্দীতে কথা বলার মধ্যে, আর যতদূর দেখেছি, ওদের সিরিয়ালগুলোতে এমন জাতের কিছু দেখায় না, যা আমাদের দেশি নাটকগুলো পাল্লা দিতে পারবে না, বরং এটুকু বলতে পারি আমাদের নাটকগুলো অনেকাংশে অনেক বেশি জাতের ওদেরগুলো থেকে……এখন যদি আমি নাম ধরে বলে দিই কোনগুলো হিন্দি চ্যানেল সেটা একটু ছেলেমানুষী হয়ে যাবে, আমার থেকে আপনারাও ভালোই জানবেন কোনগুলোর কথা বলছি…
আমরা জাতি হিসেবে স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি, এ কথাটা যেমন ঠিক, নীরবে বেশিদিন মার খেতেও শিখিনি, সেটাও ঠিক! ‘৭১-এ একবার প্রমাণ করেছি আমরা চাইলে পারি, এখন যদি আরেকবার সময়ের প্রয়োজনে এগিয়ে আসতে হয় সবাইকে, নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের দায়িত্বটুকু পালনের, বলুন, পারবো না আরেকবার একসাথে হাতে হাত রেখে শপথ নিতে? এর প্রতিশোধ নেবোই……
_____________________________________________________________________
সোর্সঃ অন্য যুদ্ধের ডাকঃ প্রয়োজন আপনাকেই
---------------------------------------------------------------------------------------------------------------
কেউ সুশীল ভাব দেখানোর আগে এই ভিডিওটা দেখুন
অন্য যুদ্ধের ডাকঃ প্রয়োজন আপনাকেই

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
রিসেন্ট ব্লগ পোষ্টস
- শহীদি প্রোফাইল সংকলণ
- তুরস্কে ব্যর্থ ক্যু: শ্বাসরুদ্ধকর একটি কালো রাত!
- বিরোধী জোটের ২০১৫ এর আন্দোলন চলাকালীন পেট্রোল বোমা হামলাকারীদের পরিচয়
- এদের চিনে রাখুন,একদিন এরাই আপনাকে ছিড়ে-খুঁড়ে খাবে
- প্রযুক্তি, বিজ্ঞান ও গাণিতিক বিষয় সম্পর্কিত ব্লগ সঙ্কলণ
- বিয়ে ► করণীয় ও বর্জনীয় ► (যে বিবাহে খরচ কম ও সহজ সে বিবাহই অধিক বরকতপূর্ণ)
- তুর্কি পাবলিক স্পেসে ইসলাম কীভাবে ফিরে আসছে?
- মুসলিম স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন হবে
- জ্বীন সম্পর্কে বিস্তারিত : মানুষের উপর জ্বীনের নিয়ন্ত্রন (আছর)- বিশ্বাসযোগ্যতা, কারণ, প্রতিকার ..ইত্যাদি ইত্যাদি...
- একজন শিবির কর্মীর কথা
- কুরআন তেলাওয়াত ডাউনলোড
- ব্লগ দিয়ে ইন্টারনেট কারা চালায়, কেন চালায়?
- কুরআনে বৈজ্ঞানিক ও গাণিতিক ইঙ্গিতসমূহ
- হেফাজতের ওপর গণহত্যার ভিডিও আর্কাইভ | VDO archive of Genocide on Hefajat
- আজ কুরআন দিবস (১১-মে-১৯৮৫) : কুরআনের মর্যাদা রক্ষায় শহীদ হবার দিন..
বিষয়শ্রেণী
রাইটার
প্রিয়-ক্লিক
কিছু বই
- অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা
- অর্থনীতিতে রাসূল (সা) এর দশ দফা
- আদর্শ মানব মুহাম্মদ (সা)
- আসহাবে রাসূলের জীবনকথা
- ইসলাম ও জিহাদ
- ইসলাম পরিচিতি
- ইসলামী আন্দোলন : সাফল্যের শর্তাবলী
- ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক
- ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি
- ইসলামী দাওয়াত ও কর্মনীতি
- ইসলামী নেতৃত্বের গুণাবলী
- ইসলামী বিপ্লবের পথ
- ইসলামী রেনেসাঁ আন্দোলন
- ইসলামী সমাজে মজুরের অধিকার
- একটি আদর্শবাদী দলের পতনের কারণঃ তার থেকে বাঁচার উপায়
- চরিত্র গঠনের মৌলিক উপাদান
- দায়ী’ ইলাল্লাহ - দা’ওয়াত ইলাল্লাহ
- নামাজ কেন আজ ব্যর্থ হচ্ছে
- নামায-রোজার হাকীকত
- মোরা বড় হতে চাই
- যাকাতের হাকীকত
- রাসূলুল্লাহর বিপ্লবী জীবন
- শাহ ওয়ালিউল্লাহ দেহলভী ও তাঁর চিন্তাধারা
- সত্যের সাক্ষ্য
- হেদায়াত
- নামায - aamzubair
- কিশোরকন্ঠ সমর্থক প্রতিবেদন ফরম - খালেদ হাসান রাফি
- Re: লিবিয়ার জনগণকে নিয়ে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের বহুমুখি খেলা - খালেদ হাসান রাফি
- Re: মিশরের ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুড: নতুন আঙ্গিকে আত্মপ্রকাশের অপেক্ষায় - খালেদ হাসান রাফি
4345730
6 জন পাঠক অনলাইনে
0 comments: