জামায়াত-ইতিহাস সিরিজ

জামায়াত সিরিজ কি গবেষণা নাকি অধ্যয়ন

আমার লেখাকে "গবেষণা" বলেছি,এমন কোন কথা আমি কোথাও বলেছি বলে মনে পড়েনা বরং পাঠক ব্লগারগন এই সিরিজকে গবেষণা হিসেবে আখ্যায়িত করেছেন।তবে কিছু থিম নিয়েই শুরু করেছিলাম,যেমন জামায়াতের ট্রান্সফরমেশন কিভাবে হল সেটা জানা। ব্লগার "আবু আফরা" বলেছেন আমি কেন বলেছি "আমার ফাইন্ডিংস"?? আসলে আমি এই জন্যই স্বযতনে নিজের কথা বলা থেকে এড়িয়ে গেছি অন্যথায় বায়াসাড বলে মনে করা হত। তবে সিরিজের প্রত্যেকটা শিরোনাম অনুসারে কেউ কোন বই লিখেছে বলে আমার জানা নেই।প্রত্যেকটা শিরোনাম আমি খুবই কেয়ারফুলি সিলেক্ট করার চেষ্টা করেছি কারন শিরোনাম রিলেটেড বিষয়ে আমরা দৈনন্দিন প্রশ্নের সম্মুক্ষীন হই,আর সেই প্রশ্নের উত্তর খোঁজাও লক্ষ্য ছিল।

এটাকে যদি আমি আমার ফাইন্ডিংস বলি তাহলে কি ভূল হবে??? যদি হয়,নো প্রোবলেম,যার ফাইন্ডিংস তার প্রতি রইল আমার কৃতজ্ঞতা যা আমি রেফারেন্সের মাধ্যমে প্রকাশ করতে কৃপণতা করিনি,অন্যের কাজকে নিজের বলেও চালিয়ে দেইনি।

সিরিজে ব্যবহৃত তথ্যসুত্রের ব্যাপারে এতদিন পরে যেহেতু কথা আসছে, আই থিংক আই সুড ক্লেরিফাই দিছ ইস্যু।

আমি যখন সিরিজ শুরু করব ভাবছিলাম,তখন ইচ্ছা ছিল শুধু মাত্র রশীদ মতিনের বইটা থেকেই চুম্বক অংশ অনুবাদ করেই কয়েক পর্বে শেষ করব। কিন্তু আল্লাহর কি মহিমা,১/২ টা পর্বে ব্লগারদের অভূতপূর্ব সাড়া ও জানার আগ্রহ দেখে আমি প্রেসার অনুভব করলাম। মানুষের আগ্রহ-উৎসাহ যে কি পরিমাণ প্রেসার তৈরি করতে পারে,আমি এই সিরিজ শুরু না করলে বুঝতেই পারতাম না।ফলাফল যেটা হল,আমাকে বাধ্য হয়েই লেখার ক্রেডিবিলিটি'র কথা চিন্তা করে প্রচুর পড়াশুনা করতে হল।আরেকটা বিষয় লক্ষণীয়,এই সিরিজের সাথে জড়িয়ে আছে অনেক ভাইয়ের বিশ্বাস-আবেগ সেগুলোও আমার দায়িত্ববোধ বাড়িয়ে দিল।

আমি তন্ন তন্ন করে ইন্টারনেটে জামায়াত নিয়ে লেখা খুঁজেছি,বাংলা এবং ইংরেজিতে.....পড়ার চেষ্টা করেছি অনেক বই,আর্টিকেল ইত্যাদি। বিশেষ করে,যখন কিছু বিতর্কিত বিষয় পেয়েছি সেগুলোকে জাষ্টিফিকেশনের জন্যও ফারদার ঘাটাঘাটি করতে হয়েছে।যে সমস্ত বিষয়গুলো স্পর্শকাতর বলে মনে হয়েছে যেমন "মাছিগোট সম্মেলন" সেগুলো নিয়ে গোলাম আযম সাহেবের বই আগে দেখেছি এরপর অন্যের......তার উপরে আরেকটা মেজারমেন্ট আমার ছিল,সেটা হচ্ছে লন্ডনে জামায়াত নিয়ে স্টাডি আছে এমন কয়েকজন ব্যাক্তির সাথে স্টাডি সার্কেলে বসার,পারসোনাল কথা বলার মাধ্যমে আমি খটকালাগা বিষয়গুলো নিয়ে ক্ল্যারিফিকেশন করে নেয়ার চেষ্টা করতাম। এমনকি ব্লগার "আবু আফরা"(আজকে ওনার আসল নাম জানতে পারলাম)এর সাথেও বসার চেষ্টা করেছিলাম কিন্তু পড়াশুনার খাতিরে আমাকে লন্ডন ছাড়তে হওয়ায় ওনাকে মিছ করেছি।










বিস্তারিত ►

1 comments:

Oishe Al Mariz বলেছেন...

আমাদের পথ চলা যেন হয় সত্যের পথে

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম