বিশ্ব মিডিয়ায় শহীদ কামারুজ্জামানের খবরঃ শাহাবাগীদের কলিজা পোড়ানো রিপোর্ট



মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় কার্যকরের খবর গুরুত্ব দিয়ে প্রচার করেছে বিশ্ব মিডিয়া।

শনিবার রাতে মৃত্যুদণ্ড কার্যকরের পর বেশির ভাগ বিশ্ব মিডিয়ায় শিরোনাম করা হয়েছে, একজন ইসলামী নেতার ফাঁসি কার্যকর।

১৯৭১ সালের যুদ্ধে গণহত্যার দায়ে ইসলামী নেতার মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ শিরোনামে এএফপি লিখেছে- পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যার দায়ে একজন শীর্ষ ইসলামী নেতার ফাঁসি কার্যকর করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। আইনমন্ত্রী আনিসুল হকের বরাত দিয়ে খবরটি প্রকাশ করা হয়। হুবহু একই শিরোনামে সংবাদটি প্রকাশ করে ডেইলি মেইল।



মৃত্যুদণ্ড কার্যকর করার পরপরই মিডিয়াগুলোতে এই সংবাদ গুরুত্বসহকারে প্রচার করা হয়। আল জাজিরা, বিবিসি, রয়টার্স, যুক্তরাষ্ট্রভিত্তিক এপি, নিউইয়র্ক টাইমস, ইয়াহু নিউজ, এবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট, ভারতের টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, জি নিউজ, নিউজিল্যান্ডের এনজিহেরাল্ড, অস্ট্রেলিয়ার ডেইলি টেলিগ্রাফ, মালয়েশিয়ার দ্য স্টার.কম, সংযুক্ত আরব আমিরাতের গালফ নিউজসহ অনেক খ্যাতনামা সংবাদ-সম্প্রচার মাধ্যম এধরণের মন্তব্য করেছে।

এই সব সংবাদ মাধ্যমে প্রায় বেশিরভাগই সংবাদ প্রচারের ক্ষেত্রে কামারুজ্জামানকে যুদ্ধাপরাধী হিসেবে পরিচয় দেয়ার চেয়ে ইসলামী নেতা বা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা হিসেবে পরিচয় দিয়েছে।

মুক্তিযুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় শুভাকাঙ্খীর ভূমিকা রাখা বিবিসি তাদের অনলাইনে খবরটির শিরোনাম করেছে ‘বাংলাদেশে ইসলামী রাজনীতিকের ফাঁসি।

এখানে বলা হয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধে জড়িত থাকার দায়ে ঢাকার কারাগারে এক ইসলামী রাজনীতিককে ফাঁসিতে ঝোলানো হয়েছে।

এপি যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির খবরটির শিরোনাম দিয়েছে যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশে ইসলামী দলের কর্মকর্তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমটি তাদের খবরে বলেছে, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত ইসলামী দলের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে শনিবার ফাঁসিতে ঝুলিয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষ।

আল জাজিরা এ বিষয়ে তাদের খবরের শিরোনাম করেছে, ১৯৭১ সালের যুদ্ধাপরাধের জন্য ইসলামী নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে বাংলাদেশ। খবরটিতে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের সময় যুদ্ধ চলাকালে সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা কামারুজ্জামানকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।

বিস্ময়ের ব্যাপার হলো, খবরটিতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় বাংলাদেশের মানুষের উল্লাসের কোনো ছবি না দিলেও চতুর আল জাজিরা প্রচার করেছে কামারুজ্জামানের পরিবারের ভি চিহ্ন প্রদর্শনের কান্নাকাটিরত ছবি।

সোহাগপুরের বিধবাপল্লীর কুখ্যাত কামারুজ্জামানকে ইসলামী নেতা হিসেবে পরিচয় করিয়ে দেয়ার আগ্রহ দেখা গেছে রয়টার্সের মধ্যেও।

এসব ছাপিয়ে সবচেয়ে বিস্ময়ের খবর দিয়েছে ভারতের টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেশী দেশের প্রগতিশীল এ সংবাদমাধ্যমও কামারুজ্জামানকে যুদ্ধাপরাধীর চেয়ে ইসলামী নেতা বলে পরিচয় করিয়ে দেয়ার প্রয়াস চালিয়েছে বেশি।

ভারতের প্রসিদ্ধ সংবাদমাধ্যম এনডিটিভির শিরোনাম ছিল- শীর্ষ জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি দিল বাংলাদেশ। এতে কামারুজ্জামানকে ইসলামী দলের তৃতীয় শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করা হয় এবং জামায়াতের আরেক নেতা কাদের মোল্লার ফাঁসির প্রসঙ্গও টানা হয়। অনেকটা একই রকম শিরোনাম করেছে ভারতের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। শীর্ষ জামায়াত নেতা মো. কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করল বাংলাদেশ শিরোনামে বলা হয়, তিনি ময়মনসিংহ অঞ্চলে গণহত্যা, হত্যা, অপহরণ, নির্যাতন ও ধর্ষণে দোষী সাব্যস্ত হয়েছেন। দ্য নিউইয়র্ক টাইমসের শিরোনাম ছিল- যুদ্ধাপরাধে ইসলামী পার্টির সহকারীর ফাঁসি দিল বাংলাদেশ। আল-জাজিরা অনলাইনও কামারুজ্জামানের ফাঁসির সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করে।

এছাড়া, অন্য অনেকগুলো সংবাদমাধ্যম এপি, বিবিসি, রয়টার্স, আল জাজিরার বরাত দিয়ে খবরটি প্রচার করায় প্রায় একই ধরনের ভূমিকায় থেকেছে।






বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়েছে জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল শহীদ কামারুজ্জামান কে বিচারিক হত্যাকাণ্ডের খবর। অথচ বাংলাদেশের মেইন স্ট্রীম মিডিয়া গোয়েবলসীয় মিথ্যাচারে লিপ্ত। দেখুন বিশ্ব মিডিয়ার খবরগুলো:

## বিবিসি : Bangladesh Islamist politician Kamaruzzaman hanged  http://www.bbc.com/news/world-asia-32263541

## আল জাজিরা : Bangladesh hangs Islamist leader for 1971 war crimes http://tinyurl.com/qzloro2

## দি ডেইলি টেলিগ্রাফ : Bangladesh hangs top Islamist leader http://tinyurl.com/kqdepmm

## রয়টার্স : Bangladesh hangs Islamist leader for 1971 war crimes http://tinyurl.com/l6fyz3e

## ABC News : Bangladesh executes Jamaat-e- Islami leader Muhammad Kamaruzzaman for 1971 war crimes http://tinyurl.com/ky3bmc9

## দি মালেয়শিয়ান ইনসাইডার : Bangladesh to hang top Islamist today http://tinyurl.com/kg2jjzg

## আরব টাইমস : Islamist leader on death row faces final plea http://tinyurl.com/qdjgnpk

## আরব নিউজ : Bangladesh hangs top Jamaat leader http://www.arabnews.com/world/news/731051

এতগুলো মিডিয়া কেউ তাকে যুদ্ধাপরাধী বলে সাব্যস্ত করে শিরোনাম বা খবর প্রকাশ করেনি, আলহামদুলিল্লাহ। অথচ আমাদের মিডিয়াগুলোর দলকানা সেজে মিথ্যা প্রচারে ব্যস্ত। চলুক মিথ্যাচার, সত্য একদিন উদঘাটিত হবেই, ইনশা- আল্লাহ।

0 comments:

Comment Please

মন্তব্য..

সবিস্তার সূচীপত্র
টেম্পলেট কাষ্টমাইজেশন - তরঙ্গ ইসলাম | তরঙ্গ ইসলাম