আমাদের প্রিয়তম কবি কাজী নজরুল ইসলাম (মে ২৫, ১৮৯৯ — আগস্ট ২৯, ১৯৭৬)। প্রিয় কবির অনেকগুলো কবিতা অনলাইন থেকেই সংগ্রহ করে একত্রিত করা হলো। প্রিয়কবির কাজের বিশাল এক সংগ্রহ রয়েছে দুখুমিয়া.ব্লগস্পট.কম ওয়েবে । উইকিপিডিয়ার বাংলা ভার্সনের এডমিন একজন বাংলাদেশী। অথচ উইকিতে কাজী নজরুল ইসলামকে নিয়ে বলার মত কোন আয়োজন ই নেই । যেখানে রবীন্দ্রনাথকে নিয়ে আদিখ্যেতার কোন শেষ নেই । নজরুলের জীবনিটি অতি সাদামাটা দায়সারাগোছের করে ফেলে রাখা হয়েছে। লেখার কোন সংকলন তো বলতে গেলে নেই ই । বিদ্রোহীর মত কবিতা অসম্পুর্ন ভাবে রাখা! আমরা উইকির বাংলাদেশী কন্ট্রিবিউটরদের দৃষ্টি আকর্ষন করছি। নজরুলের পাতাগুলি সমৃদ্ধ করার উদ্যোগ নেয়ার অনুরোধ রইলো। চিড়বিদ্রোহী সাম্যবাদী সত্যিকারের একমাত্র অসাম্প্রদায়িক এই মহান কবির সাহিত্যকে মর্যাদার সাথে যেন স্থান দেয়া হয়।
ফেসবুকে কবির পাতা..
প্রিয়বই.কম এ সংগ্রীহিত কবিতাসমূহ
বিস্তারিত ►
11 comments:
হায় ঋষি কোন বংশীধারী - নিঙড়ে আগুন আনলে বারি - অগ্নি মরুর মাঝে.. (অগ্নিবীনা কাব্যগ্রন্থের ভুমিকাতে এমন্একটা কবিতা ছিলো । কবিতাটা হারিয়ে ফেলেছি।)
কাজী নজরুল ইসলামের প্রতিটি কবিতা অসাধারন। তিনি আমার অনেক প্রিয় একজন কবি । তার কবিতা অনলাইনে পড়ার সুযোগ দেবার জন্য ধন্যবাদ ।
দারুন কাজ করেছেন । ভালো লাগলো খুব।
ভাঙা বাঙলার রাঙা যুগের আদি পুরোহিত সাগ্নিক বীর
শ্রী বারীন্দ্র কুমার ঘোষ
অগ্নি ঋষি! অগ্নি-বীণা তোমায় শুধু সাজে |
তাই তো তোমার বহ্নি-রাগেও বেদন-বেহাগ বাজে ||
দহন বনের গহনচারী
হায় ঋষি - কোন বংশীধারী
নিংড়ে আগুন আনলে বারি
অগ্নি-মরুর মাঝে |
সর্ব্বনাশা কোন্ বাঁশী সে বুঝতে পারি না যে ||
দুর্ব্বাসা হে! রুদ্র তড়িৎ হানছিলে বৈশাখে
হঠাৎ সে কার শুনলে বেনু কদম্বের ঐ শাখে |
বর্জ্রে তোমার বাজল বাঁশী,
বহ্নি হ'ল কান্না হাসি,
সুরের ব্যথায় প্রাণ উদাসী
মন সরে না কাজে
তোমার নয়ন ঝুরা অগ্নি-সুরেও রক্ত-শিখা রাজে ||
খুব ভালো লাগলো। আপনাদের উদ্যোগ সফল হোক ।
দারুন সাইট।
Thanks for you activities to Nazrul Islam. You may help to others who are interested.
video games
Almighty allah
ভালো কাজে সফলতা আছে। এগিয়ে যান
jazakallah
কাজী নজরুল ইসলাম এর বই আমি ছোট বেলা থেকেই পড়তে পছন্দ করি, তাই আমার একটা অনুরোধ রইলো কাজী নজরুলের কোন ছন্দের বই আছে কিনা পোষ্ট করবেন প্লিজ।