জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটি হট কেক(আলোচিত-সমালোচিত)। ব্লগে জামায়াত বা শিবির কে নিয়ে পোষ্ট দিলেই হুমড়ি খেয়ে পড়ে ব্লগাররা মতামত দেয়ার জন্য। পক্ষে-বিপক্ষে চলে এক প্রকার বাকযুদ্ধ!! আর কিছু না হলেও রাজাকার-আলবদর বলে একটা মন্তব্য দিতে পিছপা হয়না আজকে নতুন একাউন্ট করা ব্লগারও। এই সুযোগে জামায়াতের এক ধরনের প্রচারই হচ্ছে, হউকনা সে অপপ্রচার, এই ধরনের অপপ্রচারওতো সীমাবদ্ধ ছিল ২০০৮ এর নির্বাচনের বা তারও কিঞ্চিত আগে ২০০১ সালের পূর্বে।
লক্ষনীয় বিষয় হচ্ছে ঐ জাতীয় আলোচনা সমালোচনার ৯০% হচ্ছে ৭১ কেন্দ্রিক আর ১০ ভাগ হচ্ছে মাওলানা মওদুদীর লেখার বিরোধীতা।যে জিনিসটা এখানে অনুপস্থিত তা হলো জামায়াত ইসলাম নামক এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের অতীত, বর্তমান ও ভবিষ্যত নিয়ে গভীর আলোচনা বা সমালোচনা।এইটা এই দলের অনুসারীরাও করেনা বা করতে চায়না আর বিরোধীদের কথা বাদই দিলাম।
জামায়াত ইসলাম নামের আগে পড়ে "ইসলামী আন্দোলন" শব্দটা ব্যবহার করেন অনেকেই।আর আমার আগ্রহের বিষয় এখানেই।এই বছরের শুরুতে হওয়া সদস্য সম্মেলন ও তার পরবর্তী কার্যকলাপ আমার মত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ ইসলামী আন্দোলনের কর্মীর বিশ্বাসের ভিত্তিমুলে কঠিন ভাবে নাড়া দেয়।শুরু হয় soul searching, প্রশ্ন উঠে আনুগত্য নিয়ে, আওয়াজ উঠে দায়িত্বশীলের দায়িত্বশীলতা নিয়ে, নেতার নেতৃত্ব নিয়ে.....
এর পর পরই আমার স্টাডির একটা অংশ হয়ে যায় ইসলামিক মুভমেন্ট।অনেক প্রশ্নের উত্তর মিলে কিন্তু অধিকাংশ প্রশ্নের উত্তর মিলেনা।এইখানে লন্ডনে সাবেক দায়িত্বশীলদেরকে প্রশ্ন করলে বলে বই পড় সব ঠিক জানতে পারবা, যত পড়ি তত দেখি সব আউলাইয়া যায়। পড়ার পর ফ্যাক্টস এন্ড ফিগার সহ দায়িত্বশীলদেরকে প্রশ্ন করলে তাদের নীরবতা ও নিবিড় এড়িয়ে চলা আমার মত যুবকের অর্ন্তদন্ধটা আরো কয়েক গুন বাড়িয়ে দেয়। বেশি চাপাচাপি করলে উল্টো আনুগত্য নিয়ে প্রশ্নের সম্মুক্ষীন হতে হয়।এ এক মহা মুছিবত......
ইসলামী আন্দোলনের হাজার হাজার কর্মী আমার মত এই নিরব বেদনায় ভোগে এটা আমি হলফ করে বলতে পারি, যারা দ্বীন বুঝে তারা নিরবে অশ্রু ফেলে কোন মতে নিজেকে বাচিঁয়ে রাখার চেষ্টা করে আর যারা আবেগী তারা নিষ্ক্রীয় হয়ে শেষ পর্যন্ত সংগঠন থেকে অনেক দুরে চলে যায়।
চট্রগ্রামের এক সাবেক নেতার সাথে আলাপের এক পর্যায়ে তিনি অনেকটা চ্যালেন্জ ছুড়ে দিয়ে বলেন " জামায়াত যদি বলে আমরা ইসলামী আন্দোলন করবনা, রাজনীতি করব" তাহলে আমি আর জামায়াত করবনা.......আমি তাকে বলার সাহস পাইনি যে জামায়াত একটি সক্রিয় রাজনৈতিক দল এবং ইসলামী আন্দোলন থেকে অনেক আগেই ফোকাস সড়িয়ে নিয়েছে,কি দরকার বেচারা পাছে আঘাত পায় মনে....
যাই হউক, মুভমেন্ট নিয়ে আমার স্টাডির কিছু অংশ পর্যায় ক্রমে শেয়ার করব বলে স্থির করেছি।এখানে অনেক না জানা কথাই আসবে যা হয়ত অনেকের ভাল নাও লাগতে পারে।অনেকে বলতে পারেন সংগঠনের এই দুর্দিনে এই জাতীয় কথা এভাবে পাব্লিকলি না বলে ঘরোয়া পরিবেশে সঠিক চ্যানেলে বললেই পারেন।তাদের উদ্দেশ্য বলতে চাই ঐ জাতীয় কিছু ব্যর্থ প্রচেষ্টার কথাও আলোচনায় আসবে আশাকরি।
প্রত্যেকটা দুর্যোগ আমাদের জন্য কিছু শিক্ষা নিয়ে আসে কিন্তু আমি যে পয়েন্ট থেকে আলোচনা করব তা এই দুর্যোগ নয় শুধ, সময়ে সময়ে দুর্যোগ কেন এসেছে, তা কিভাবে মুল্যায়ন করা হয়েছে, ফলে তার কি পরিনতি হয়েছে এগুলো তুলে ধরার চেষ্টা করব কোন রকম পক্ষপাতিত্ব ছাড়া।
কয়েকটা প্রশ্ন রেখে আজকের লেখা শেষ করতে চাই;
what is the balance sheet of জামায়াতে ইসলামী??
যে লক্ষ্য নিয়ে আজ থেকে প্রায় ৭০ বছর আগে এই আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল সে লক্ষ্য কি অর্জিত হয়েছে? হলে কতটুকু হয়েছে?? না হলে কেন হলোনা???
অতিমাত্রায় রাজনীতি করন সংগঠনের জন্য কতটুকু কল্যাণ বয়ে এনেছে?
আমার স্টাডির মুল উদ্দেশ্য হচ্ছে;
The purpose of this study is to pinpoint various milestone in the the transformation of the Jamat-e-Islami from a quietist movement with the objective of Islamic revival to an active political party and a mass revolutionary movement bent upon wresting power from “the leadership of the wayward and of those gone astray”. Rather than studying the impact of Islamization on politics, this study reverses the sequence and evaluates the consequences of “Politicizing” an Islamic Movement.
এই বিষয়ে মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির একটা উচ্চতর গবেষনা এবং আমেরিকার MIT এর গবেষনা এবং আমার নিজের কিছু অভজারবেশনই হবে মুল সোর্স।
সাথেই থাকুন, ধন্যবাদ।
লক্ষনীয় বিষয় হচ্ছে ঐ জাতীয় আলোচনা সমালোচনার ৯০% হচ্ছে ৭১ কেন্দ্রিক আর ১০ ভাগ হচ্ছে মাওলানা মওদুদীর লেখার বিরোধীতা।যে জিনিসটা এখানে অনুপস্থিত তা হলো জামায়াত ইসলাম নামক এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের অতীত, বর্তমান ও ভবিষ্যত নিয়ে গভীর আলোচনা বা সমালোচনা।এইটা এই দলের অনুসারীরাও করেনা বা করতে চায়না আর বিরোধীদের কথা বাদই দিলাম।
জামায়াত ইসলাম নামের আগে পড়ে "ইসলামী আন্দোলন" শব্দটা ব্যবহার করেন অনেকেই।আর আমার আগ্রহের বিষয় এখানেই।এই বছরের শুরুতে হওয়া সদস্য সম্মেলন ও তার পরবর্তী কার্যকলাপ আমার মত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ ইসলামী আন্দোলনের কর্মীর বিশ্বাসের ভিত্তিমুলে কঠিন ভাবে নাড়া দেয়।শুরু হয় soul searching, প্রশ্ন উঠে আনুগত্য নিয়ে, আওয়াজ উঠে দায়িত্বশীলের দায়িত্বশীলতা নিয়ে, নেতার নেতৃত্ব নিয়ে.....
এর পর পরই আমার স্টাডির একটা অংশ হয়ে যায় ইসলামিক মুভমেন্ট।অনেক প্রশ্নের উত্তর মিলে কিন্তু অধিকাংশ প্রশ্নের উত্তর মিলেনা।এইখানে লন্ডনে সাবেক দায়িত্বশীলদেরকে প্রশ্ন করলে বলে বই পড় সব ঠিক জানতে পারবা, যত পড়ি তত দেখি সব আউলাইয়া যায়। পড়ার পর ফ্যাক্টস এন্ড ফিগার সহ দায়িত্বশীলদেরকে প্রশ্ন করলে তাদের নীরবতা ও নিবিড় এড়িয়ে চলা আমার মত যুবকের অর্ন্তদন্ধটা আরো কয়েক গুন বাড়িয়ে দেয়। বেশি চাপাচাপি করলে উল্টো আনুগত্য নিয়ে প্রশ্নের সম্মুক্ষীন হতে হয়।এ এক মহা মুছিবত......
ইসলামী আন্দোলনের হাজার হাজার কর্মী আমার মত এই নিরব বেদনায় ভোগে এটা আমি হলফ করে বলতে পারি, যারা দ্বীন বুঝে তারা নিরবে অশ্রু ফেলে কোন মতে নিজেকে বাচিঁয়ে রাখার চেষ্টা করে আর যারা আবেগী তারা নিষ্ক্রীয় হয়ে শেষ পর্যন্ত সংগঠন থেকে অনেক দুরে চলে যায়।
চট্রগ্রামের এক সাবেক নেতার সাথে আলাপের এক পর্যায়ে তিনি অনেকটা চ্যালেন্জ ছুড়ে দিয়ে বলেন " জামায়াত যদি বলে আমরা ইসলামী আন্দোলন করবনা, রাজনীতি করব" তাহলে আমি আর জামায়াত করবনা.......আমি তাকে বলার সাহস পাইনি যে জামায়াত একটি সক্রিয় রাজনৈতিক দল এবং ইসলামী আন্দোলন থেকে অনেক আগেই ফোকাস সড়িয়ে নিয়েছে,কি দরকার বেচারা পাছে আঘাত পায় মনে....
যাই হউক, মুভমেন্ট নিয়ে আমার স্টাডির কিছু অংশ পর্যায় ক্রমে শেয়ার করব বলে স্থির করেছি।এখানে অনেক না জানা কথাই আসবে যা হয়ত অনেকের ভাল নাও লাগতে পারে।অনেকে বলতে পারেন সংগঠনের এই দুর্দিনে এই জাতীয় কথা এভাবে পাব্লিকলি না বলে ঘরোয়া পরিবেশে সঠিক চ্যানেলে বললেই পারেন।তাদের উদ্দেশ্য বলতে চাই ঐ জাতীয় কিছু ব্যর্থ প্রচেষ্টার কথাও আলোচনায় আসবে আশাকরি।
প্রত্যেকটা দুর্যোগ আমাদের জন্য কিছু শিক্ষা নিয়ে আসে কিন্তু আমি যে পয়েন্ট থেকে আলোচনা করব তা এই দুর্যোগ নয় শুধ, সময়ে সময়ে দুর্যোগ কেন এসেছে, তা কিভাবে মুল্যায়ন করা হয়েছে, ফলে তার কি পরিনতি হয়েছে এগুলো তুলে ধরার চেষ্টা করব কোন রকম পক্ষপাতিত্ব ছাড়া।
কয়েকটা প্রশ্ন রেখে আজকের লেখা শেষ করতে চাই;
what is the balance sheet of জামায়াতে ইসলামী??
যে লক্ষ্য নিয়ে আজ থেকে প্রায় ৭০ বছর আগে এই আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল সে লক্ষ্য কি অর্জিত হয়েছে? হলে কতটুকু হয়েছে?? না হলে কেন হলোনা???
অতিমাত্রায় রাজনীতি করন সংগঠনের জন্য কতটুকু কল্যাণ বয়ে এনেছে?
আমার স্টাডির মুল উদ্দেশ্য হচ্ছে;
The purpose of this study is to pinpoint various milestone in the the transformation of the Jamat-e-Islami from a quietist movement with the objective of Islamic revival to an active political party and a mass revolutionary movement bent upon wresting power from “the leadership of the wayward and of those gone astray”. Rather than studying the impact of Islamization on politics, this study reverses the sequence and evaluates the consequences of “Politicizing” an Islamic Movement.
এই বিষয়ে মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির একটা উচ্চতর গবেষনা এবং আমেরিকার MIT এর গবেষনা এবং আমার নিজের কিছু অভজারবেশনই হবে মুল সোর্স।
সাথেই থাকুন, ধন্যবাদ।
0 comments: